promotional_ad

সিপিএলের রিয়াদ বনাম জাতীয় দলের রিয়াদ

মাহমুদুল্লাহ রিয়াদ, সিপিএল
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে ৪৯ বলে ৬৭ রানের একটি ঝড়ো ইনিংস খেলেছিলেন টাইগার অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। সেন্ট কিটসের মাঠে অনুষ্ঠিত সেই ম্যাচটির পর ফ্লোরিডাতেও উজ্জ্বল ছিলেন তিনি। তিন ম্যাচের সিরিজের দুটিতেই ৩০ ঊর্ধ্ব ইনিংস এসেছিল রিয়াদের ব্যাট থেকে। 


সফল একটি ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে তাঁর সতীর্থরা দেশে ফিরে এসেছেন এরই মধ্যে। তবে সিপিএলে খেলার জন্য সেখানেই থেকে গিয়েছিলেন রিয়াদ। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে সিপিএলে খেলা মাহমুদুল্লাহ সম্প্রতি ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন দেশের হয়ে খেলার অভিজ্ঞতার কথা। 


দেশের হয়ে ক্যারিবিয়ানদের মাঠে দারুণ পারফর্ম করা রিয়াদ সিপিএলে ৮ ম্যাচে মাত্র ৮৭ রান সংগ্রহ করেছেন। সুতরাং সবদিক বিবেচনায় জাতীয় দলের রিয়াদকেই এগিয়ে রাখা যাচ্ছে এই সফরটিতে। নিজ দেশের পক্ষে দারুণ খেলার অভিজ্ঞতা যে সর্বদাই স্পেশাল সেটি নিজেই জানিয়েছেন এই অলরাউন্ডার। 



promotional_ad

সেন্ট কিটসে অর্ধশতক হাঁকানোর স্মৃতি আবারও ঘুরে ফিরে এসেছে রিয়াদের কথায়। বিদেশ বিভূঁইয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অবস্থান করা টাইগার এই অলরাউন্ডার ক্রিকবাজকে জানিয়েছেন দেশের হয়ে অবদান রাখতে পারাটাই তাঁর কাছে বড় কিছু,  


'নিজ দেশ এবং জাতীয় দলের জন্য খেলা সর্বদাই অসাধারণ অভিজ্ঞতা। আর সর্বশেষ ওয়ানডেটি আমরা খেলেছিলাম সেন্ট কিটসে এবং আমার কয়েকটি দারুণ স্মৃতি আছে এখানে। একটি অর্ধশতক হাঁকিয়েছিলাম এবং দলের জন্য অবদান রাখতে পেরেছিলাম। আমরা এই সিরিজে ভালো করেছিলাম,' বলছিলেন রিয়াদ। 


ফ্লোরিডার মাটিতে টি টুয়েন্টি সিরিজে ভালো করার পর আত্মবিশ্বাস যে আরও বৃদ্ধি পেয়েছে তাঁর সেটিও উল্লেখ করতে ভোলেননি দেশের ক্রিকেটের এই উজ্জ্বল নক্ষত্র। তিনি বলেছেন, 'ফ্লোরিডাতে অনুষ্ঠিত শেষ টি টুয়েন্টিতে আমি ৩০ এর উপরে রান পেয়েছিলাম। আর এটাই আমাকে আত্মবিশ্বাস যুগিয়েছে নিজেকে প্রমাণ করার ক্ষেত্রে। আমি মনে করি যে স্বাধীনতা আমি পেয়েছি এটাই আমাকে আমার পারফর্মেন্স আরও ত্বরান্বিত করবে।'


নিজ দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের কথা বলতেও অবশ্য ভোলেননি টাইগার অলরাউন্ডার। সিপিএলে এবার তাঁর দলের অধিনায়ক হিসেবে ছিলেন ক্যারিবিয়ান ব্যাটিং ঝড় ক্রিস গেইল। তাঁর মতো এত বড় তারকা একজন ক্রিকেটারের সাথে খেলাকে দারুণ একটি অভিজ্ঞতা হিসেবে আখ্যা দিয়েছেন ৩২ বছর বয়সী রিয়াদ। পাশাপাশি ঢাকা এবং সেন্ট কিটসের উইকেটের তফাতও খুঁজেছেন তিনি,  



'এখানকার উইকেট ঢাকার থেকে অনেকটাই ব্যতিক্রম। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সিপিএল খেলা সবসময়ই বেশ চিত্তাকর্ষক এবং একে অপরের সাফল্য উদযাপন করাও দারুণ ব্যাপার। বিশেষ করে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে ক্রিস গেইলের মতো বড় তারকার সাথে খেলা অসাধারণ। আর এটি দারুণ একটি দল এবং কম্বিনেশনও ভালো,' যোগ করেন মাহমুদুল্লাহ।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball