নির্বাচকদের উপর খেদ ঝাড়লেন ওয়ালশ

ছবি: কোর্টনি ওয়ালশ, ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ বাংলাদেশ ক্রিকেট দলের এই পঞ্চপান্ডব যখন অবসরে যাবেন তখন দেশের ক্রিকেট কোন পথে প্রবাহিত হবে সেটি নিয়ে অনেকেই এখন থেকে শঙ্কিত। এক্ষেত্রে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ যে অনেকাংশেই আজকের তরুণ ক্রিকেটারদের ওপর নির্ভর করছে তা বলাই বাহুল্য।
তবে তরুণ ক্রিকেটারদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হলে তাদেরকে পর্যাপ্ত সুযোগ দিতে হবে জাতীয় দলে খেলার। এর মাধ্যমেই কঠিন সময় থেকে বেরিয়ে এসে পারফর্ম করার মানসিকতা তৈরি করতে পারবে তাঁরা। বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচ ক্যারিবিয়ান কোর্টনি ওয়ালশের মতামত এমনটাই।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম সাংবাদিকদের সামনে নির্বাচকদের ওপর কিছুটা খেদই ঝেড়েছেন এই কিংবদন্তী পেসার। এমনকি নির্বাচকেরা নাকি তরুণদের সুযোগ দিতে ভয় পান এমন কথাও উল্লেখ করেছেন তিনি। ওয়ালশ বলেছেন,
'আমাদের অনেক তরুণ ক্রিকেটার উঠে আসছে। যদি তাদেরকে দলে সুযোগ না দেয়া হয়, আপনি বুঝতে পারবেন না তারা কতটা কার্যকর হতে পারে। এই একটি বিষয়ে সম্ভবত আমাদের নজর রাখা উচিৎ। আমরা তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে অনেক বেশি ভয় পাই। আপনি যদি এভাবে অপেক্ষা করতেই থাকেন এবং তাঁরা খেলার কোনও সুযোগই না পায় তাহলে উন্নতি হবে না।'
শুধু তাই নয়, খেলার মাধ্যমেই নতুন নতুন বিষয় শিখতে পারবে ক্রিকেটাররা বলে মনে করেন এই ক্যারিবিয়ান। বিশেষ করে তরুণদের সামর্থ্য জানতে হলে তাঁদেরকে টানা খেলার মধ্যেই রাখার পরামর্শ দিয়েছেন ওয়ালশ। টাইগারদের এই বোলিং কোচের ভাষায়,
'আপনি যতই খেলবেন, ততই আপনার শেখার সুযোগ বৃদ্ধি পাবে। তাঁরা কি করতে পারে সেটি জানার জন্য কখনও কখনও তাদেরকে আপনার সুযোগ দিতে হবে। কিন্তু যদি আপনি তাঁরা প্রস্তুত নয় এই কথা বলে তাদেরকে সুরক্ষিত করে রাখতে চান, তাহলে হয়তো তাঁরা কখনোই প্রস্তুত হতে পারবে না।'