দেশে ফিরছেন মাহমুদুল্লাহ রিয়াদ

ছবি: ছবি - ক্রিকফ্রেঞ্জি

| ডেস্ক রিপোর্ট ||
ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) ব্যাট-বল হাতে মোটামোটি সফল মৌসুম কাটানোর পর শুক্রবার দেশে ফিরছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে কখন তিনি এসে পৌঁছাবেন সেটা এখনও জানা যায়নি।
সিপিএলে অংশ নেয়ার কারণে দলের সঙ্গে এশিয়া কাপের অনুশীলন ক্যাম্পে ছিলেন না তিনি। তবে দেশে ফিরে ৯ তারিখ দলের সঙ্গেই এশিয়া কাপ খেলতে দুবাই যাবেন এই ডানহাতি ব্যাটসম্যান।

২০১৮ সিপিএলে প্রথম ম্যাচ সহ গ্রুপ পর্বের মোট দুটি ম্যাচ খেলতে পারেননি টাইগার এই অলরাউন্ডার। তাঁর খেলা বাকি আটটি ম্যাচের পরিসংখ্যান উল্টালে দেখা যাবে গড়ে মোটামুটি ভালোই পারফর্মেন্স করেছেন এই অলরাউন্ডার।
ছয় ম্যাচে ব্যাট হাতে করেছেন ৮৭ রান, জ্যামাইকার বিপক্ষে ঝড় তুলে ২৮ রানের নজরকাড়া ইনিংস খেলে দলকে জিতেছেন রিয়াদ। এছাড়া লোয়ার মিডেল অর্ডারে ব্যাট করে দলের পক্ষে গুরুত্বপূর্ণ রান স্কোরবোর্ডে যোগ করেছেন তিনি।
সেই সঙ্গে বল হাতেও উজ্জ্বল ছিলেন তিনি। পাঁচ ম্যাচে বোলিং করে নিয়েছেন ৪ উইকেট। সেরা ফিগার ২০ রান খরচায় ২ উইকেট।
বাংলাদেশ স্কোয়াডঃ
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ও আবু হায়দার রনি, মমিনুল হক।