'কুইক বোলারের' অনুপস্থিতিতে নির্ভার লিটন

ছবি: লিটন কুমার দাস, ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
গত ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্যারিবিয়ান পেসারদের গতির সামনে রীতিমত হিমশিম খেতে হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটসম্যানদের। কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল, কিমো পলদের বিপক্ষে বেশ সমস্যাতেই পড়েছিল তারা।
তবে ক্যারিবিয়ান পেসারদের তুলনায় উপমহাদেশের বোলারদের খেলাটা অপেক্ষাকৃত সহজ হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য বলে মনে করছেন জাতীয় দলের ওপেনার লিটন কুমার দাস। আসন্ন এশিয়া কাপে দক্ষিণ আফ্রিকা কিংবা ওয়েস্ট ইন্ডিজের মতো গতির ঝড় তোলা পেসার থাকছে না বিধায় কিছুটা নির্ভারই মনে হল তাঁকে। মিরপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে লিটন বলেছেন,

'দেখুন দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের মতো এতটা কুইক বোলার সেখানে নেই (এশিয়া কাপ)। দক্ষিণ আফ্রিকার মাটিতে যেমন পেস বল খেলে এসেছি তার থেকে এখানে তেমন কিছুই না।'
ওয়েস্ট ইন্ডিজে খুব বেশি পারফর্ম করতে না পারলেও যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন সেটিই এশিয়া কাপে কাজে লাগাতে চান লিটন। টাইগারদের এই উইকেট রক্ষক ব্যাটসম্যান জানিয়েছেন,
'হয়তো সেখানে পারফর্ম করতে পারি নি সেখানে তবে খেলার অভিজ্ঞতা তো হয়েছে। সুতরাং সেখান থেকে যেভাবে কাজ করছি সেটি একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আশা করি ভালো করার চেষ্টা করবো।'
লিটন কথা বলেন এশিয়া কাপ প্রসঙ্গেও। তাঁর মতে এই মেগা ইভেন্টে ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে এগিয়ে যেতে পারলেই সাফল্য ধরা দিবে টাইগারদের। আর সেই লক্ষ্য নিয়েই আরব আমিরাতে খেলবেন তাঁরা উল্লেখ করে লিটন বলেন,
'এখানে ইভেন্টটি আসলে অনেক বড়। প্রত্যেকটি দলই ভালো এবং আমাদের গ্রুপে যে দুইটি দল আছে তারাও যথেষ্ট ভালো। তবে আমরা চেষ্টা করবো আমাদের শতভাগ দেয়ার। ম্যাচ বাই ম্যাচ জেতার জন্য অবশ্যই আমরা খেলবো।'