promotional_ad

দেশের ক্রিকেটের ধারা বদলে দিতে চান আশরাফুল

মোহাম্মদ আশরাফুল, ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বিপিএলে ম্যাচ ফিক্সিং করে নিষিদ্ধ হওয়ার পর পাঁচ বছরের নির্বাসন কাটিয়ে ফেরা মোহাম্মদ আশরাফুল অবশেষে সুড়ঙ্গের শেষে আলো দেখতে পাচ্ছেন। দীর্ঘ পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা আশরাফুলের সাথে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের ইতিবাচক আলাপ হয়েছে।


মিরপুরে বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের নিয়ে অনলাইন ভিত্তিক সংগঠন ও ফেসবুক গ্রুপ এফবিসি টাইগার্সের অনুষ্ঠানে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এফবিসি টাইগার্সের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশরাফুল। নিষেধাজ্ঞা কাটিয়ে প্রথমবারের মত ভক্তদের সামনে এসে সুখবর দিলেন আশরাফুল,



promotional_ad

'তার সাথে দেখা করেছি, সে সবসময় ইতিবাচক। ভালো খেললে আমাকে তারা আরেকটা সুযোগ দেবেন, এটা আমার বিশ্বাস।। বাংলাদেশ দলে খেলার লক্ষ্য আছে তবে আমার প্রথম গোল হচ্ছে জাতীয় লিগ। প্রস্তুতি নিচ্ছি দুই মাস ধরে। যেখানেই খেলবো ভাল ক্রিকেট খেলতে চাই।


'তারপর হয়তো বা বিবেচনায় আসবো, আমাকে সিলেকশন করবে কি করবে না। সিলেকশনের ব্যাপারটি অনেকটা আমার উপরেও। আমি যদি ভালো ক্রিকেট খেলতে পারি। জাতীয় লিগে যদি ২০০-৩০০ মারতে পারি একেকটা ইনিংসে। তখন হয়তো বিবেচনা আসবো যে না আমাকে দিয়ে আবার হবে।'


কিন্তু বাংলাদেশ জাতীয় দলে ৩৪ বছর বয়সী আশরাফুলের জায়গা করে নেয়া অনেকের কাছে কাছে আকাশ কুসুম চিন্তা হতে পারে। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রিকেটারের বয়স মধ্য ত্রিশ ছাড়ালে তাদের অজান্তেই বাতিলের খাতায় ফেলে দেয়া হয়।



এই কঠিন বাস্তবতা সম্পর্কে ভালোই অবগত আছেন ৩৪ ছাড়িয়ে যাওয়া আশরাফুল। তবে তিনি এই ধারায় পরিবর্তন আনতে চান। আন্তর্জাতিক ক্রিকেটে কিংবদন্তী ব্যাটসম্যানদের ত্রিশের শেষ অবধি খেলে যেতে চান তিনি। পেসার হয়েও ৩৪ বছর বয়সে এসে দেশের জন্য খেলা যাওয়া মাশরাফি বিন মর্তুজায় অনুপ্রেরণা খুঁজছেন তিনি,


'হাবিবুল বাশার সুমন ও মোহাম্মদ রফিক ভাই এর পর আমাদের দেশে কেউই ৩৭-৩৮ বছর পর্যন্ত খেলতে পারেনি। কিন্তু আমি ধারার প্রবর্তন করতে চাই। মাশরাফি বোলার হয়েও এখনো খেলে যাচ্ছে, যা বড় অনুপ্রেরণার বিষয়। ব্যাটসম্যানরা ফিরতে পারছে না, কারণ তাদের অসাধারণ পারফর্মেন্স নেই।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball