এশিয়া কাপেই নতুন স্পন্সর?
ছবি: রবি বিহীন বাংলাদেশ দল

llক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্টll
একরকম হুট করেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাথে চুক্তি বাতিল করেছে টেলিকম কোম্পানি রবি। এশিয়া কাপের মতো মেগা একটি ইভেন্টের আগে তাদের এই সিদ্ধান্ত নিঃসন্দেহেই বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় একটি ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।
যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন এশিয়া কাপের আগেই নতুন স্পন্সর পাওয়ার ব্যাপারে যথেষ্ট আশাবাদী।

সাংবাদিকদের তিনি জানিয়েছেন দুই একদিনের মাঝেই স্পন্সরের জন্য বিজ্ঞপ্তি দিবে ক্রিকেট বোর্ড। বিসিবির এই কর্মকর্তা বলেন,
'অবশ্যই আমাদের নতুন স্পন্সর দেখতে হবে। দু-একদিনের ভেতরেই আমরা বিজ্ঞপ্তি দেব। চেষ্টা করবো এশিয়া কাপের আগেই স্পন্সর দেয়ার জন্য।’
আগামী বছরের জুন মাস পর্যন্ত বিসিবির সাথে চুক্তি ছিল রবির। কিন্তু তাঁরা আগেভাগে চুক্তিটি বাতিল করায় বিসিবিকে একটি বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হতে পারে।
যদি না দুই পক্ষ সমঝোতার মাধ্যমে বিষয়টি মিটমাট না করে নেয়। তবে নিজামউদ্দিন জানিয়েছেন জরিমানাসহ সকল আইনি বিষয়গুলো যেন ঠিকভাবে সম্পন্ন হয় সেদিকে কঠোর দৃষ্টি থাকবে বিসিবির। তাঁর ভাষায়,
'জরিমানার বিষয়টা না। তাদের লিগ্যাল টিম ও আমাদের লিগ্যাল টিম বসে ব্যাপারটা সেটেল করবে। আমাদের ক্লেইম থাকবে যতক্ষণ কন্ট্রাক্ট ছিল সেটার ফুল এমাউন্টের। আমরা এই জায়গায় অনড় আছি। এরপর ক্লেইমে যদি কিছু আসে বা লিগ্যালে যদি কিছু হয় আমরা দেখব।'