সুযোগের সদ্ব্যবহার করতে প্রস্তুত ইমরুল

ছবি: ইমরুল কায়েস, ক্রিকফ্রেঞ্জি

গত ১৪ই অগাস্ট এশিয়া কাপের জন্য ৩১ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর প্রাথমিক এই স্কোয়াডে রাখা হয়েছে গত বছর সর্বশেষ ওয়ানডে খেলা ওপেনার ইমরুল কায়েসকে।
অবশ্য প্রাথমিক স্কোয়াডে ইমরুল জায়গা পেলেও মূল দলে সুযোগ পাচ্ছেন কিনা তা এখনই নিশ্চিত নয়। তবে এরপরেও টাইগার এই ওপেনার ঠিকই নিজেকে প্রস্তুত রাখছেন এশিয়া কাপের জন্য। যখনই সুযোগ আসবে তখনই যেন তা কাজে লাগাতে পারেন সেটাই তাঁর মূল লক্ষ্য।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে আলাপকালে ইমরুল জানিয়েছেন সুযোগের সদ্ব্যবহার করতে মুখিয়েই আছেন তিনি। আর এই কারণে নিজেকে ফিটও রাখছেন পুরোপুরি। ইমরুল বলেছেন,

'নিজেকে সবসময় প্রস্তুত করে রাখি। যখনই জাতীয় দলে সুযোগ পাব তখন সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য প্রস্তুত রাখা জরুরী। সবসময় নিজেকে ফিট রাখার চেষ্টা করি।'
এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের সাথে থাকলেও কোনও ম্যাচ খেলা হয়নি ইমরুলের। তবে এরপরেও হতাশ হচ্ছেন না তিনি। ইদের ছুটির আগে পর্যন্ত নিজেকে ঝালিয়েও নিয়েছেন অনুশীলনে। ইমরুল??র ভাষ্যমতে,
'আপনারা জানেন ওয়েস্ট ইন্ডিজ সফরে গেলেও কোন ম্যাচ খেলার সুযোগ পাই নি। তবে আমি ঈদের ছুটির শুরুর পূর্ব পর্যন্ত অনুশীলন করছি। মাঝে ঢাকার বাইরে গিয়েছিলাম, ট্রিটমেন্টের জন্য। যতদিন আমি এখনে ছিলাম, ততদিন অনুশীলন করেছি।'