তাড়াহুড়ো করতে নারাজ রনি

ছবি: ছবিঃ- সংগৃহীত

ক্যারিয়ারে দশটি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচে খেলেছেন টাইগার পেসার আবু হায়দার রনি। এখনো জায়গা করে নিতে পারেননি ওয়ানডে দলে। ২৭ টি প্রথম শ্রেণীর ম্যাচে খেললেও টেস্ট দলে এখনো দেখা যায়নি তাকে।
অন্য সবার মতো নিজেকে টেস্ট বোলার হিশেবে দেখতে চান বাঁহাতি এই বোলার। তবে খুব দ্রুতই টেস্ট দলে জায়গা করে নিতে চান না তিনি। লাল-সবুজের জার্সি গায়ে আগে খেলতে চান ওয়ানডে ম্যাচ।
এরপরে নিজেকে প্রমাণ করে তবেই টেস্ট দলে জায়গা করে নিতে চান ২২ বছর বয়সী এই পেসার। আর নিজেকে আরও পরিণত করতে বেশি করে ঘরোয়া ক্রিকেট ম্যাচ খেলতে চান তিনি।

তবে আগের চেয়ে এখন আরও সুযোগ পাচ্ছেন রনি। সম্প্রতি মানবজমিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।
'সব ক্রিকেটারের স্বপ্ন থাকে দেশের হয়ে টেস্ট খেলা তা আমারও আছে। তবে ধাপে ধাপে এগিয়ে যেতে চাই। যদি ওয়ানডে দলে সুযোগ থাকে সেখানেও নিজেকে প্রমাণ করতে হবে। আমি আমার বোলিং নিয়ে কাজ করছি।
'আর বেশি মন দিব ঘরোয়া ক্রিকেটেও। বিশেষ করে ঢাকা প্রিমিয়ার লীগ ও প্রথম শ্রেণির ম্যাচগুলো বেশি খেলতে চাই। একটা সময় ছিল অন্যান্য পেসারদের জন্য সুযোগ হতো না। এখন আগের তুলনাতে সুযোগ পাচ্ছি বেশি। আশা করি ভালো কিছু করতে পারবো।'