দেশের চলমান অবস্থার বিরুপ প্রভাব ক্রিকেটেও

ছবি: ছবিঃ- গেটি ইমেজ

নিরাপদ সড়কের দাবিতে রাজধানীতে চলছে একের পর এক কর্মসূচী। চলমান এসব কর্মসূচীতে অচল হয়ে গিয়েছে পুরো দেশ। এর প্রভাব পড়েছে ক্রিকেটেও। জাতীয় দল এই মুহূর্তে আমেরিকায়।
টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলেই দেশে ফিরবে তারা। এদিকে মহিলা দলের ক্যাম্প শুরু হওয়ার কথা ৫ই আগস্ট থেকে, চট্টগ্রামে। এই উপলক্ষে ৪ই আগস্টেই চট্টগ্রামে যাওয়ার কথা ছিল তাদের।
কিন্তু দেশের সার্বিক পরিস্থিতিতে চট্টগ্রামের ক্যাম্পটি পিছিয়ে নেওয়া হয়েছে। কয়েক সপ্তাহ পরে সেখানে ক্যাম্প হবে। আপাতত ঢাকাতেই ফিটনেস ঝালাই করে নিচ্ছে প্রমীলা ক্রিকেটাররা। ক্যাম্প পিছিয়ে যাওয়ার ব্যাপারে রুমানা আহমেদ বলেন,

'চার আগস্ট আমাদের চট্টগ্রাম যাওয়ার কথা ছিলো। রাস্তাঘাটের যে অবস্থা কবে যাব সেটাও জানি না। আসলে আমরা মানসিকভাবে সেট ছিলাম ওখানে যাব, পরিবেশের সাথে খাপ খাওয়াব।
'পুরো মাঠটা পাব। এখানে ইতোমধ্যেই এইচপি ও অনূর্ধ্ব-১৯ অনুশীলন করছে তাই পুরো মাঠটাও পাচ্ছি না। তাই মানসিকভাবে একটু হলেও পিছিয়ে। কেননা এখানে স্থিরভাবে কিছু করা যাচ্ছে না।'
এদিনে প্রমীলা এই ক্রিকেটার জানিয়েছেন চলমান ফিটনেস ক্যাম্প নিয়েও। বিশেষজ্ঞ ট্রেইনারের মাধ্যমে প্রতিদিন অনুশীলন করে যাচ্ছেন তারা। জানিয়েছেন আগামী দিনের পরিকল্পনার কথাও।
'আমরা একটি জায়গায় এসে গেছি যে কারণে আমরাদের সাফল্য বেশি। আগের তুলনায় কিন্তু খেলা বেশি হচ্ছে। যত খেলবো আমাদের উন্নতি বেশি হবে এটাই স্বাভাবিক।
'ইন্ডোরেন্সের কাজ বেশি করে করাচ্ছে। সামনে স্ট্রেংথের কাজ করাবে। কেবল দু’দিন হলো। আজকে অনেক ভোরে রানিং হয়েছে। কালকে জিম হবে। আর ফিটনেস তো লাগাতার লেগেই আছে।'