ডি ককের পাশে তামিম ইকবাল

ছবি: তামিম

সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিন ম্যাচ মিলিয়ে মোট ২৮৭ রান সংগ্রহ করেছেন তামিম ইকবাল। তিন ম্যাচে তার সংগ্রহ ছিলো যথাক্রমে ১৩০, ৫৪ এবং ১০৩ রান।
ব্যাট হাতে ক্যারিবিয়ানদের মাথায় ছড়ি ঘুরিয়ে রেকর্ডবুকেও নাম লিখিয়ে ফেলেছেন টাইগার ওপেনার।
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে তামিম এখন মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান যিনি তিন ম্যাচের কোনও দ্বিপাক্ষিক সিরিজে দ্বিতীয়বারের মতো ২৫০ এর অধিক রান সংগ্রহ করেছেন।

এর আগে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩১২ রান সংগ্রহ করেছিলেন তামিম।
এবার আবারো ২৫০ এর অধিক রান আসলো তার ব্যাট থেকে। টাইগার ওপেনারের আগে এই কীর্তি গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার উইকেট রক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক।
এদিকে তামিমের সাফল্যের দিনে দীর্ঘ ৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ।
২০০৯ সালে খর্ব শক্তির ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো সিরিজে পরাজিত করেছিলো টাইগাররা। তবে এবার পূর্ণ শক্তির ক্যারিবিয়ান দলকেই হারালো মাশরাফি বাহিনী।