ওপেনারদের মধ্যে সবচেয়ে বেশি গড় তামিমের

ছবি: তামিম ইকবাল। ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি

২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত ওয়ানডেতে সেরা ওপেনারদের একজন তামিম ইকবাল। এই সময়ের মধ্যে ৩৯ টি ম্যাচ খেলে ৬১.৩০ গড়ে ২০২৩ রান করেছেন তামিম (গায়ানায় দ্বিতীয় ওয়ানডের আগ পর্যন্ত)।
গড়ের হিসেবে তামিমই এক নম্বরে। দ্বিতীয়তে আছেন ভারতের রোহিত শর্মা। এই সময়টায় খেলা ৪৮ ওয়ানডেতে ৫৮.৭৯ গড়ে ২৫২৮ রান করেছেন তিনি। গড়ের তালিকায় তৃতীয় স্থানে অজিদের নিষিদ্ধ ওপেনার ডেভিড ওয়ার্নার।

এই সময়ে খেলা ৪৪ ম্যাচে ৫৬ গড়ে ২২৯৬ রান করেছেন তিনি। তালিকায় চতুর্থ অবস্থানে আছেন প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক। এই সময়ে তিনি খেলেছেন ৪৬ টি ওয়ানডে ম্যাচ।
আর ৫১.৮৩ গড়ে রান করেছেন ২২২৯। তালিকার পঞ্চম স্থানে আছেন কিউই ওপেনার মার্টিন গাপটিল। এই সময়ে খেলা ৫০ টি ওয়ানডেতে ৫০.২৭ গড়ে ২২১২ রান করেছেন তিনি।
উল্লিখিত সময়ের মধ্যে এই পাঁচজন ব্যাটসম্যানের মধ্যে সবচেয়ে কম ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশ দলের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। তবে এই পাঁচজনের মধ্যে সবচেয়ে কম স্ট্রাইক রেটও তামিমের (৮০.০৫)!