promotional_ad

'সবকিছু বিসিবির উপরে চাপিয়ে দিলেই হবে না'

দলের ম্যানেজারের সঙ্গে দুই নির্বাচক। ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে টাইগারদের ভরাডুবির কারণে প্রশ্ন উঠেছে টেস্ট দলের ক্রিকেটারদের প্রথম শ্রেণির ম্যাচ কম খেলার ব্যাপারে। এই ব্যাপারে বিসিবির দায়বদ্ধতা কতখানি সেটাও আলোচনায় উঠে এসেছে দেশের ক্রীড়াঙ্গনে।


যদিও জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার এখানে বিসিবিকে কোনো দোষ দিতে রাজি নন। বরঞ্চ এনসিএল-বিসিএলের ম্যাচ চলার সময় ক্রিকেটারদের বিশ্রামে যাওয়ার কারণ খুঁজে পেয়েছেন তিনি। সোমবার হোম অফ ক্রিকেট থেকে জানান,


'প্রথম শ্রেণির ম্যাচ খেলতে হবে এটা বিসিবির নিয়ম করাই আছে। তবে একটা ব্যাপার, কেউ যখন টানা ১১ মাস ক্রিকেট খেলে, তখন যদি সে বিশ্রাম চায় তাহলে কিন্তু বিশ্রাম দিতেই হয়। 



promotional_ad

'সেটা শুধু জাতীয় লিগ নয়, ঘরোয়া লিগেও দেওয়া উচিত। আবার যে বিশ্রাম নিচ্ছেন তাকে দেখবেন ফিজিওই বলে দিয়েছে ওই সময়টায় বিশ্রাম নিতে।' 


তবে ব্যক্তিগতভাবে জাতীয় দলের সাবেক অধিনায়ক মনে করেন, চারদিনের ম্যাচ খেলার সুযোগ পেলেই সেটা লুফে নেওয়া উচিত ক্রিকেটারদের। আন্তর্জাতিক অঙ্গনের বাস্তবতাও ফুটে উঠে তার কথায়,


'যারা বিভিন্ন দেশে খেলে তারা কিন্তু খুব বেশি জাতীয় লিগে খেলতে পারে না। কেননা সারা বছরই খেলে। তবে আমার মনে হয়, চারদিনের ম্যাচের সুযোগ পেলে সবারই সেটা নেওয়া উচিত। নিজেদের ক্রিকেটের উন্নতি হয় তাহলে।'



পরিশেষে এই বিষয়ে বিসিবিকে এককভাবে দোষ দেওয়াটা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। 'দেখুন বিসিবির এসবে নিয়ম করাই আছে। এখন ক্রিকেটারদের বুঝতে হবে তারা কোন সময়ে কি চায়। সবাই পরিণত ক্রিকেটার। দায়িত্ব তাদেরও নিতে হবে, বিসিবির উপরে চাপানো উচিত না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball