বিজয়ের আরেকটি সেঞ্চুরি মিসের আক্ষেপ
ছবি:
|| ডেস্ক রিপোর্ট ||
প্রথম দিনের শেষ বিকেলেই হাফ সেঞ্চুরি পেয়েছিলেন এনামুল হক বিজয়। দ্বিতীয় দিন সকালে ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরির পথেই হাঁটছিলেন তিনি। সেঞ্চুরি থেকে তখন মাত্র ১০ রান দূরে বিজয়। এমন সময় মুকিদুল ইসলাম মুগ্ধর অফ স্টাম্পের বাইরের লাফিয়ে ওঠা ডেলিভারিতে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ডানহাতি এই ওপেনার। জাতীয় ক্রিকেট লিগের এবারের আসরে আরও একবার সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়তে হয়েছে তাকে।
চলতি মৌসুমে একটি সেঞ্চুরি পাওয়া বিজয়ের সুযোগ ছিল আরও কয়েকটিতে। আক্ষেপে না পড়লে অন্তত আরও চারটি সেঞ্চুরি পেতে পারতেন বিজয়। খুলনা বিভাগের ওপেনারের এমন আক্ষেপের দিনে সেঞ্চুরি খুব কাছে থেকে দিন শেষ করেছেন মোহাম্মদ মিঠুন। তাদের দুজনের ব্যাটে দ্বিতীয় দিন শেষে খুলনার সংগ্রহ ৭ উইকেটে ২৪০ রান। সেঞ্চুরির অপেক্ষায় থাকা খুলনার অধিনায়ক অপরাজিত আছেন ৮৯ রানে।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আগের দিনের ২ উইকেটে ৭৯ রান নিয়ে সকালের শুরুতে ব্যাটিংয়ে নামার কথা ছিল বিজয়-মিঠুনের। তবে ভেজা আউটফিল্ডের কারণে দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে সকাল ১১ টায়। সাবধানী ব্যাটিংয়ে খুলনাকে এগিয়ে নিয়ে যেতে থাকেন তারা দুজন। জুটি গড়ার পথে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মিঠুন ও বিজয়। তাদের জুটি ভেঙেছেন মুগ্ধ।
ডানহাতি পেসারকে খেলতে গিয়ে ৯০ রানে ফিরেছেন বিজয়। তাতে ভাঙে মিঠুনের সঙ্গে বিজয়েল ১২৬ রানের জুটি। পরবর্তীতে মিঠুন একপ্রান্তে উইকেটে পড়ে থাকলেও নাহিদুল ইসলাম, জাওয়াদ রোয়েন, শেখ পারভেজ জীবন মাসুম খান টুটুল আউট হয়েছেন দ্রুতই। মেহেদী হাসান রানাকে সঙ্গে নিয়ে দিনের খেলা শেষ করেছেন মিঠুন। রংপুর বিভাগের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মুগ্ধ, আরিফুল হক, নবিন ইসলাম।
লিড পেয়েও বিপাকে চট্টগ্রাম
৩ উইকেটে ১৬১ রান নিয়ে দ্বিতীয় দিন সকালে ব্যাটিংয়ে নামেন ঢাকা মেট্রোর আইচ মোল্লা ও রাকিবুল হাসান। ভালো শুরু পেলেও আগের দিনের মতো ব্যাটিং করতে পারেননি বাকিরা। হাফ সেঞ্চুরি করা আইচ ফেরার পর মিডল অর্ডারে শামসুর রহমান শুভ ছাড়া কেউই সেভাবে দাপট দেখাতে পারেননি। আগের দিনের সঙ্গে ১০৭ রান যোগ করে প্রথম ইনিংসে ২৬৮ রানে অল আউট হয় মেট্রো। যদিও ১০৮ রানের লিড পায় তারা।
মেট্রোর চেয়ে ১০৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে চট্টগ্রাম বিভাগ। দ্বিতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলেছে তারা। দলের হয়ে একমাত্র হাফ সেঞ্চুরি করেছেন সাজ্জাদুল হক। বাকিদের মাঝে সাদিকুর রহমান ৩৫ রান করেছেন। আহমেদ শরীফকে নিয়ে ৩৪ রানে অপরাজিত আছেন নাঈম হাসান। মেট্রোর চেয়ে ৬৫ রানে এগিয়ে থাকলেও হারের শঙ্কায় চট্টগ্রাম।