রনির সেঞ্চুরি, ভিন্ন ম্যাচে রাজশাহীর লিড
ছবি:
|| ডেস্ক রিপোর্ট ||
লাল বলের ক্রিকেটে ভালো করতে টিকে থাকার মানসিকতার বিকল্প নেই ব্যাটারদের। বরিশাল বিভাগের বিপক্ষে সেটাই করলেন ঢাকার রনির তালুকদার। বাকিরা সবাই যখন থিতু হয়ে ইনিংস বড় করতে না পেরে আসা-যাওয়ার মিছিলে সামিল হয়েছিলেন সেখানে একদম মাটি কামড়ে পড়ে থাকলেন ঢাকার এই ব্যাটার। রনির ১১২ রানের ইনিংসে ৮ উইকেটে ৩০৩ রানে দ্বিতীয় দিন শেষ করেছে ঢাকা। ১৪ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনের সকালে ব্যাটিংয়ে নামবেন সুমন খান ও এনামুল হক।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আগের দিনের শেষ বিকেলে এক ওভারে কোন রান তুলতে না পারা ঢাকার দুই ওপেনার রনি ও জিসান আলম ব্যাটিংয়ে নামেন। সাবধানী শুরুর চেষ্টা করলেও সেটা শেষ পর্যন্ত দীর্ঘস্থায়ী করতে পারেননি। ইনিংসের অষ্টম ওভারে ১৯ রান করা জিসান ফিরেছেন মোজাম্মেল হাসান সাকিলের বলে। আরিফুল ইসলাম ও আশিকুর রহমান শিবলি উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন।
আরিফুল ২৩ এবং উইকেটকিপার ব্যাটার আশিকুর ফিরেছেন ৩৩ রানে। মোসাদ্দেক হোসেন সৈকত ও শুভাগত হোম চৌধুরি দ্রুতই সাজঘরে ফেরায় খানিকটা চাপে পড়ে ঢাকা। সেখান থেকে তাইবুর রহমানকে সঙ্গে নিয়ে ঢাকাকে এগিয়ে নিয়ে গেছেন রনি। ৩২ রান করা তাইবুর ফিরেছেন দলের রান দুইশ পেরিয়ে যাওয়ার পর। একটু পর ব্যাট হাতে ব্যর্থ হয়ে সাজঘরের পথে হেঁটেছেন মাহফুজুর রহমান রাব্বি।
বাকিরা সুবিধা করতে না পারলেও একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন রনি। ১৮৫ বলে ক্যারিয়ারের ১২তম প্রথম শ্রেণির সেঞ্চুরি পূর্ণ করেছেন অভিজ্ঞ এই ব্যাটার। শেষ বিকেলে ঢাকাকে আর কোন উইকেট হারাতে দেননি সুমন ও এনামুল। তাদের দুজনের ব্যাটে তিনশ পেরিয়ে যায় তারা। দিন শেষে সুমন ৩৫ ও এনামুল অপরাজিত আছেন ২২ রানে। বরিশালের হয়ে দুটি উইকেট নিয়েছেন মোজাম্মেল।
নিহাদ উজ জামানে রাজশহীর লিড
আগের দিনের ২ উইকেটে ৪৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন পিনাক ঘোষও অমিত হাসান। সকালের প্রথম ঘণ্টায় দারুণ ব্যাটিংয়ে রাজশাহীকে বেশ ভালোভাবেই জবাব দিয়েছেন তারা দুজন। দারুণ ব্যাটিংয়ে আগে হাফ সেঞ্চুরি পেয়েছেন ওপেনার পিনাক। ১১০ বলে হাফ সেঞ্চুরি করা এই ব্যাটারকে ৫৮ রানে ফিরিয়েছেন নিহাদ উজ জামান। একটু পর আউট হয়েছেন অমিতও।
দারুণ ছন্দে থাকা ডানহাতি ব্যাটারকে হাফ সেঞ্চুরির পর ৫৩ রানে ফিরিয়েছেন আসাদুজ্জামান পায়েল। পরবর্তীতে আসাদুল্লা আল গালিব ও নাইম হোসেন সাকিব থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি। শেষ পর্যন্ত নিহাদের ৪ উইকেটে ২১২ রানে থামে সিলেট বিভাগ। ১৪ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ৭০ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে রাজশাহী। ৮৪ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন সকালে ব্যাটিংয়ে নামবেন নিহাদ ও শাখির হোসেন শুভ্র।