|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৯৯ রানের বিশাল জয় পেয়েছে পাকিস্তান। এই জয়ের ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে সফরকারীরা। পাকিস্তানের এই জয়ে বড় অবদান রেখেছেন কামরান গুলাম। পাকিস্তানের এই ব্যাটার এদিন সেঞ্চুরি তুলে নিয়েছেন।
সেই সঙ্গে আব্দুল্লাহ শফিকের হাফ সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ৩০৩ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল পাকিস্তান। জবাবে ৪০.১ ওভারে ২০৪ রান রানে অল আউট হয়েছে জিম্বাবুয়ে। বড় লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে।
দলীয় ৬ রানের মধ্যে তারা হারায় ২ উইকেট। সেই বিপর্যয় সামাল দেয়ার কিছুটা চেষ্টা করেন তাদিওয়ানশে মারুমানি ও অধিনায়ক ক্রেইগ আরভিন। মারুমানি ২৪ রান করে ফিরলে এই জুটি ভাঙে। এরপর শেন উইলিয়ামসের সঙ্গে জুটি বাধেন আরভিন। উইলিয়ামস ফেরেন ২৪ রান করে। আর আরভিন হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ৫০ রান করে আউট হন।
এরপর ব্রায়ান বেনেট ৩৭ ই ক্লাইভ মাদান্দে ২০ রান করে ফেরেন। এরপর আর কেউ দাঁড়াতে না পারলে গুঁড়িয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। এর আগে এই ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় পাকিস্তান। সাইম আইয়ুব ও আব্দুল্লাহ শফিকের ওপেনিং জুটি থেকেই আসে ৫৮ রান।
এরপর শফিক ও গুলাম মিলে যোগ করেন আরও ৬০ রান। পাকিস্তানের উপরের সারির ৫ ব্যাটারই পেয়েছেন রানের দেখা প্রত্যেকেই অন্তত ত্রিশ রান করেছেন। তিনে নেমে ১০ চার ও ৪ ছক্কায় কামরান খেলেন ১০৩ রানের ইনিংস। গত মাসেই কামরান অভিষেক টেস্টে সেঞ্চুরি তুলে নিয়েছেন।
সেই ম্যাচেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। এবার প্রথম ওয়ানডে শতকের স্বাদ পেলেন পাকিস্তানের এই ব্যাটার। জিম্বাবুয়ের হয়ে দুটি করে উইকেট নেন সিকান্দার রাজা ও রিচার্ড এনগারাভা। ব্লেসিং মুজারাবানি ও ফারাজ আকরাম নিয়েছেন একটি করে উইকেট।