|| ডেস্ক রিপোর্ট ||
সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ড নারী দলকে পাত্তাই দিলো না বাংলাদেশ নারী দল। সফরকারিদের ১৫৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। রানের হিসেবে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়। বাংলাদেশের রেকর্ড ২৫২ রানের জবাবে মাত্র ৯৮ রানে অলআউট হয় আইরিশ নারীরা।
এর আগে ২০২৩ সালে সাউথ আফ্রিকা সফরে প্রোটিয়াদের বিপক্ষে তিন উইকেটে ২৫০ রান করেছিল বাংলাদেশ। সেটাই ছিল ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান। বাংলাদেশের ইনিংস সামনে এগিয়ে যায় ১৬ মাসের বেশি সময় পর ওয়ানডে দলে ফেরা শারমিন আক্তার সুপ্তার ব্যাটে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা অসাধারণ করে বাংলাদেশ। দুই ওপেনার মুর্শিদা খাতুন ও ফারজানা হক ১১২ বলে ৫৯ রান যোগ করেন। যদিও ইনিংস বড় করা হয়নি মুর্শিদার। ৬১ বলে ৩৮ রান করেন তিনি। এ দিন দুটি জীবন পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি।
মুর্শিদা ফেরার পর রানের গতি বাড়ানোর চেষ্টা করেন শারমিন। মারকুটে ব্যাটিংয়ে মাত্র ৪১ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্রুততম হাফ সেঞ্চুরি এটাই। তাকে যোগ্য সঙ্গ দেন ফারজানা। ১১০ বলে ৬১ রান করেন তিনি।
দুজন মিলে দ্বিতীয় উইকেটে ১০৪ রান তোলেন, খেলেন ১০৫ বল। শেষ দিকে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও দলের রান বাড়াতে অবদান রাখেন। ২৮ বলে ২৮ রান করেন তিনি। ভালো ফিনিশিংয়ের অভাবে সেঞ্চুরি পাননি শারমিন।
ইনিংসের ৭ বল বাকি থাকতেই ফ্রেয়া সারজেন্টের অফ স্টাম্পের বাইরের বল মিড অফের ওপর দিয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন তিনি। ৮৯ বলে ১৪টি চারে ৯৬ রানে আউট হতে হয় তাকে। এরপর স্বর্ণা আক্তারের ৯ বলে ১৩ রানের ইনিংসে আড়াইশ রান পেরিয়ে যায় বাংলাদেশ।
আয়ারল্যান্ডের ফ্রেয়া সারজেন্ট ৫১ রান খরচায় দুটি উইকেট নেন। একটি করে উইকেট পান লরা ডেলানি ও এইমি ম্যাগুয়ার। লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আসা যাওয়ার মাঝে থাকে আয়ারল্যান্ড নারী দলের ব্যাটাররা।
দলটির হয়ে সর্বোচ্চ ২৫ রান আসে সারাহ ফোরবেসের ব্যাটে। ২২ রান করেন লরা ডিলানি। ১৯ রানের ইনিংস খেলেন ওরলা প্রেনডারগাস্ট। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নেন সুলতানা খাতুন এবং নাহিদা আক্তার। দুটি উইকেট নেন মারুফা আক্তার।