সাউথ আফিকা- ভারত সিরিজ

আম্পায়ারের সমালোচনা করায় শাস্তি পেলেন কোয়েতজি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 08:48 বুধবার, 20 নভেম্বর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

আইসিসির আচরণবিধি ভেঙে শাস্তি পেয়েছেন জেরাল্ড কোয়েতজি। আম্পায়ারকে নিয়ে বাজে মন্তব্য করায় তাকে তিরস্কার করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

শুধু তিরস্কার নয়, সাউথ আফ্রিকার এই পেসারকে একটি ডিমেরিট পয়েন্টও দিয়েছে আইসিসি। ভারতের বিপক্ষে গত শুক্রবার চতুর্থ ও শেষ টি-টোয়েন্টিতে আম্পায়ারের একটি সিদ্ধান্তে খুশি হতে পারেননি কোয়েটজে।

আম্পায়ার ওয়াইড দেওয়ায় প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন তিনি। আম্পায়ারকে উদ্দেশ্য করে বাজে মন্তব্যও করেন তিনি। ম্যাচ শেষেই তার নামে ম্যাচ রেফারির কাছে অভিযোগ জানায় আম্পায়াররা।

ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে নিজের ভুল স্বীকার করেন কোয়েতজি। যার কারণে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। সেই ম্যাচে হারে সাউথ আফ্রিকা। ম্যাচের সঙ্গে সিরিজটিও ৩-১ ব্যবধানে হারে তারা।

একইসঙ্গে নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস ও ওমানের পেসার সুফিয়ান মেহমুদকেও শাস্তি দেওয়ার কথা জানায় আইসিসি। আচরণবিধি ভাঙার দায়ে এই দুজনকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়।

এ ছাড়া এডওয়ার্ডসের নামের পাশে দুটি ও সুফিয়ানের নামে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়। ওমান ও নেদারল্যান্ডসের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টিতে আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করেন এডওয়ার্ডস। আর তেজা নিদামানুরুকে আউট করে ব্যাটারের সামনে গিয়ে ড্রেসিং রুমে চলে যাওয়ার ইশারা করেন সুফিয়ান।