বোর্ডার - গাভাস্কার ট্রফি

২৪ নভেম্বর ভারত দলে যোগ দেবেন রোহিত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:22 বৃহস্পতিবার, 21 নভেম্বর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে খেলবেন না রোহিত শর্মা! এমন খবর নিশ্চিত ছিল আগে থেকেই। দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার পর অবশেষে অস্ট্রেলিয়াতে যাচ্ছেন ভারতের অধিনায়ক। সবকিছু ঠিক থাকলে পার্থ টেস্ট চলাকালীন ২৪ নভেম্বর দলের সঙ্গে যোগ দেবেন রোহিত।

২২ নভেম্বর মাঠে গড়াচ্ছে পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে সিরিজে ভালো করার বিকল্প নেই ভারতের সামনে। এমন গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে পুরো দল বেশ কিছুদিন আগে অস্ট্রেলিয়াতে পা রাখলেও দলের সঙ্গে দেখা যায়নি রোহিতকে। যদিও আগে থেকেই নিশ্চিত ছিল ভারত দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় রোহিতের না যাওয়ার কথা। সবকিছু ঠিক থাকলে ২০ নভেম্বরের আশেপাশে দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার কথা ছিল রোহিতের।

সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতেই মূলত প্রথম টেস্ট না খেলার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক। যদিও সিরিজ শুরুর সপ্তাহখানেক আগে গত ১৫ নভেম্বর দুনিয়ার আলো দেখেছে রোহিত-রিতিকা সাজদে দপ্ততি। এমন অবস্থায় পরিবারের সঙ্গে না থেকে রোহিতকে অস্ট্রেলিয়ার বিমান ধরার পরামর্শ দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। এমনকি ভারতের সাবেক অধিনায়ক জানিয়েছিলেন, রোহিতের অবস্থায় থাকলে অস্ট্রেলিয়া চলে যেতেন তিনি।

যদিও এসব কানে না নিয়ে আগামী ২৪ নভেম্বর ভারত দলের সঙ্গে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত। আগামী ৪ ডিসেম্বর অ্যাডিলেডে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্ট। দিবা-রাত্রির সেই ম্যাচের আগে ৩০ নভেম্বর-১ ডিসেম্বর ক্যানবেরায় অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার একাদশের বিপক্ষে দুই দিনের দিবা-রাত্রির প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচ দিয়ে নিজের প্রস্তুতি সারবেন পার্থে না খেলা ভারতের অধিনায়ক।

রোহিত না থাকায় অজিদের বিপক্ষে প্রথম টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন জসপ্রিত বুমরাহ। ২০২২ সালেও রোহিতের অনুপস্থিতিতে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে ভারতের অধিনায়কত্ব করেছিলেন তারকা এই পেসার। অস্ট্রেলিয়াতে পা রাখার পরই কোচ এবং টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে নেতৃত্বের কথা জানতে পারেন বলে জানান বুমরাহ। পার্থে দলকে নেতৃত্ব দিতে মুখিয়ে আছেন তিনি।

নিজের অধিনায়কত্ব নিয়ে ম্যাচের আগে বুমরাহ বলেন, ‘আমি যখন এসেছিলাম তখন কোচ এবং ম্যানেজমেন্ট আমাকে সেই নিশ্চয়তা দিয়েছে যে আমি দলকে নেতৃত্ব দিতে যাচ্ছি। সেই দায়িত্ব (অধিনায়কত্ব) পালনের জন্য মুখিয়ে আছি। আগেই আমি এটা করেছি এবং সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছি।’