গ্লোবাল সুপার লিগ

গ্লোবাল সুপার লিগে রংপুরের হয়ে খেলবেন খুশদিল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:00 শনিবার, 16 নভেম্বর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে খেলতে যাচ্ছে রংপুর রাইডার্স সেটা আগেই জানা গেছে। তারা এরই মধ্যে ১৪ সদস্যের দল ঘোষণাও করেছে। ৯ বাংলাদেশি ক্রিকেটারের সঙ্গে সেখানে ছিলেন পাঁচজন বিদেশি ক্রিকেটারও।

এবার জানা গেছে দলটিতে যুক্ত হচ্ছেন আরেক বিদেশি ক্রিকেটার। তিনি পাকিস্তানের খুশদিল শাহ। এর আগে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে দুই মৌসুমে খেলেছিলেন তিনি। তবে রংপুরের জার্সিতে খেলা হয়নি তার। এবার তার সেই অপেক্ষা ফুরোচ্ছে গ্লোবাল সুপার লিগে।

এরপর বিপিএলেও পাকিস্তানি এই ব্যাটারকে দেখা যাবে রংপুরের হয়ে খেলতে। খুশদিলের ব্যাটিংয়ের সঙ্গে বাঁহাতি স্পিন বোলিংটাও কাজে লাগাতে পারে রংপুর। গ্লোবাল সুপার লিগে অধিনায়ক হিসেবে যাচ্ছেন নুরুল হাসান সোহান। পাশাপাশি শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে তারা স্কোয়াড সাজিয়েছে।

এছাড়া বিপিএলের সর্বশেষ ড্রাফট থেকে রংপুরে নাম লেখানো সৌম্য সরকার, সাইফ হাসানকে নিয়েই গ্লোবাল সুপার লিগের দল সাজিয়েছে রংপুর। স্কোয়াডে আছেন লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন ও বাঁহাতি ব্যাটার আফিফ হোসেনও।

যদিও বিপিএলে আফিফ খেলবেন খুলনা টাইগার্সে। রিশাদ নাম লিখিয়েছেন ফরচুন বরিশালে। এ ছাড়া বাঁহাতি স্পিনার আরাফাত সানি ও পেসার কামরুল ইসলাম রাব্বিও যাচ্ছেন দলটির সঙ্গে। বিদেশি ক্রিকেটারদের মধ্যে পাঁচজনের সঙ্গে চুক্তি সারল রংপুর। ক্যারিবিয়ান অলরাউন্ডার ম্যাথু ফোর্ডের সাথে যুক্তরাজ্যের টপ অর্ডার ব্যাটার ওয়েইন ম্যাডসেন ও পেসার জ্যাক চ্যাপেল খেলবেন রংপুরের জার্সিতে।

যুক্তরাষ্ট্র থেকে রংপুর দলে নিয়েছে বাঁহাতি অফ স্পিনের সাথে ব্যাটিং দক্ষতা থাকা অলরাউন্ডার হারমিত সিংকে। দলটির আরেক বিদেশি ক্রিকেটার হলেন যুক্তরাষ্ট্রের স্টিভেন টেলর। আগামী ২৬ নভেম্বর শুরু হয়ে গ্লোবাল সুপার লিগ চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৫ দেশের ৫টা দল।

স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্সের সঙ্গে অংশ নিচ্ছে পাকিস্তানের লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া দল। যদিও শুরুতে বিপিএলের গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে এই টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তাব দেয়া হয়েছিল। তারা সেই প্রস্তাব ফিরিয়ে দেয়ায় খেলার সুযোগ হয় রংপুরের।

মূলত গায়ানার সরকারের পরিকল্পনাতেই এই টুর্নামেন্টটি আয়োজন করা হচ্ছে। গ্রুপ পর্বে চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে প্রতিটি দল। অর্থাৎ সবার সঙ্গেই সবার খেলা থাকবে। সেখান থেকে শীর্ষ দুই দল সরাসরি খেলবে ফাইনাল। ১১ ম্যাচের গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন দল পাবে ১ মিলিয়ন ডলার। টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই মাঠে নামছে রংপুর। ২৭ নভেম্বর বাংলাদেশের এই দলটির প্রতিপক্ষ ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হক।

পহেলা ডিসেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে ভিক্টোরিয়ার বিপক্ষে খেলবে রংপুর। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে খেলা ৪ ডিসেম্বর। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ৫ ডিসেম্বর পিএসএলের লাহোর কালান্দার্সের বিপক্ষে খেলতে হবে রংপুরকে। লাহোরের জার্সিতে দেখার সম্ভাবনা আছে শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, ফখর জামানদের।