|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলের মেগা নিলামের জন্য ১ হাজার ৫৭৪ জন ক্রিকেটার নাম জমা দিয়েছিলেন। নিলাম শুরুর আগে সেই তালিকা অনেকটাই ছোটো হয়ে আসবে সেটা জানাই ছিল। অবশেষে আইপিএলের আয়োজকরা ফ্র্যাঞ্চাইজিদের চাহিদা অনুযায়ী সেই তালিকা নামিয়ে এনেছে ৫৭৪ জনে। তবে সেখান থেকে দল পাবেন মাত্র ২০৪ জন। বিদেশিদের মধ্যে দল পাবেন মাত্র ৭০ জন ক্রিকেটার।
এর মধ্যে জায়গা পেয়েছেন বাংলাদেশের বাংলাদেশের ১২ ক্রিকেটার। আগেই জানা গেছে আইপিএলের মেগা নিলামে নাম জমা দিয়েছিলেন বাংলাদেশ থেকে ১৩ ক্রিকেটার। এর মধ্যে ছিলেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও লিটন দাসের মতো তারকা।
অখ্যাত ক্রিকেটারদের মধ্যে আইপিএলের নিলামে নাম জমা দিয়েছিলেন শহিদুল ইসলামও। বাংলাদেশের জার্সি গায়ে একটি টি-টোয়েন্টি খেলা এই পেসার বিপিএলের সর্বশেষ আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে দারুণ পারফর্ম করেছিলেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি পরিচিতি না থাকাতেই হয়তো তাকে চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়তে হয়েছে।
যদিও নিলামে আছেন রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ এবং নাহিদ রানা। বিশেষ করে নাহিদ রানার দিকে আইপিএলের দলগুলোর বিশেষভাবে চোখ থাকবে।
এই পেসার ইতোমধ্যে গতির ঝড় তুলে আলোচনায় আছেন। সর্বশেষ পাকিস্তান সফর থেকে শুরু করে সর্বশেষ আফগানিস্তান সিরিজেও দারুণ বোলিং করেছেন তিনি। ফলে আইপিএলের নিলামে কোনো দল তাকে লুফে নিলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না।
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ভিত্তি মূল্যে আছেন মুস্তাফিজুর রহমান। তিনি আছেন ২ কোটি রুপির ক্যাটাগরিতে। আর ১ কোটি ভিত্তিমূল্যে নিলামে উঠছেন তাসকিন আহমেদ, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। ৭৫ লাখ রুপি করে ভিত্তিমূল্য পাচ্ছেন শরিফুল ইসলাম, তানজিম সাকিব, শেখ মেহেদী, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
আইপিএলের এবারের আসরের নিলাম অনুষ্ঠিত হবে ২৪ ও ২৫ নম্ভেম্বর সৌদি আরবের জেদ্দায়। এখন দেখার বিষয় বাংলাদেশের কতজন ক্রিকেটার দল পান এবারের আইপিএলের নিলাম থেকে।