|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। কাঁধের চোটের কারণে এই দলে নেই জেসন হোল্ডার। অভিজ্ঞ এই অলরাউন্ডারের জায়গায় দলে এসেছেন আরেক অলরাউন্ডার অ্যান্ডারসন ফিলিপ।
ক্রেইগ ব্র্যাথওয়েটের নেতৃত্বে পূর্ণ শক্তির দলই ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানরা সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছে গত আগস্টে। প্রতিপক্ষ ছিল সাউথ আফ্রিকা। সেই সিরিজের স্কোয়াডে চারটি পরিবর্তন এনে এই স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
দলে ফিরেছেন স্পিনার কেভিন সিনক্লেয়ার। সাউথ আফ্রিকা সিরিজে বিশ্রামে থাকা আলজারি জোসেফকেও দলে রেখেছেন নির্বাচকরা। বিস্ময়করভাবে বাংলাদেশ সিরিজে বাদ পড়েছেন গুড়াকেশ মোতি। দলে নেই ব্রাইন চার্লসও।
সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজটিতে আশানরুপ ফল পায়নি ওয়েস্ট ইন্ডিজ। ১-০ ব্যবধানে সিরিজ হেরেছে তারা। এদিকে বাংলাদেশও সর্বশেষ টেস্ট সিরিজে সাউথ আফ্রিকার বিপক্ষে ২-০ ব্যবধানে হারে।
চোটের কারণে এই সিরিজে বাংলাদেশ দলও দুই ক্রিকেটারকে পাচ্ছে না। মুশফিকুর রহিম ছিটকে যান আগেই। এরপর অধিনায়ক নাজমুল হোসেনও ছিটকে গেছেন ইনজুরিতে। ২২ নভেম্বর নর্থ সাউন্ডে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট কিংস্টনে শুরু হবে আগামী ৩০ নভেম্বর।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: ক্রেইগ ব্র্যাথওয়েট, জশুয়া ড সিলভা, অ্যালিক আথানেজ, কেসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, টেভিন ইমালচ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, জেইডেন সিলস, কেভিন সিনক্লেয়ার, জোমেল ওয়ারিকান।