ঢাকার মেন্টরের দায়িত্বে সাঈদ আজমল
ছবি:
|| ডেস্ক রিপোর্ট ||
কদিন আগেই খালেদ মাহমুদ সুজনকে প্রধান কোচ হিসেবে যুক্ত করে বড় চমক দেখিয়েছিল বিপিএলের এবারের আসরের নবাগত দল ঢাকা ক্যাপিটালস। এবার তারা আরও বড় চমক নিয়ে হাজির হয়েছে। মেন্টর হিসেবে তারা যুক্ত করেছে পাকিস্তানের সাবেক স্পিনার সাঈদ আজমলকে।
আজমল পাকিস্তানের হয়ে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১২ এশিয়া কাপ জিতেছেন। পাকিস্তানের জার্সিতে খেলেছেন ৩৫ টেস্ট, ১১৩ ওয়ানডে ও ৬৪ টি-টোয়েন্টি। তিন ফরম্যাট মিলিয়ে তার নামের পাশে রয়েছে ৪৪৭ উইকেট।
খেলোয়াড়ি জীবন শেষে কোচিংকেই পেশা হিসেবে বেঁছে নিয়েছেন তিনি। পাকিস্তান সুপার লিগের দল ইসলামাবাদ ইউনাইটেডের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন আজমল। এমনকি পাকিস্তান দলেও বেশ কয়েক মেয়াদে পাকিস্তান দলের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি।
এর আগে দুইবার বিপিএলেও খেলেছেন তিনি। ২০১১-১২ মৌসুমে তিনি বিপিএলে খেলেছিলেন ঢাকা গ্যাডিয়েটর্সের হয়ে। ২০১৫-১৬ মৌসুমে তিনি খেলেছেন চিটাগং ভাইকিংসের হয়ে। এবার নতুন ভূমিকায় বিপিএলে ফিরতে যাচ্ছেন এই পাকিস্তানি তারকা।
ঢাকার সঙ্গে স্নায়ুর লড়াই হচ্ছে মূলত বিপিএলের অন্যতম পুরাতন ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের। তারা এবার এম্বাসেডর হিসেবে দলে নিয়েছে শাহীদ আফ্রিদিকে। এবারের বিপিএলে এই দুই পাকিস্তানি মাস্টারমাইন্ডের দিকেও তাকিয়ে থাকবেন বাংলাদেশের দর্শকরা।
ঢাকা দলটি এবারের বিপিএলে অংশ নেয়ার শুরু থেকেই আছে আলোচনায়। কারণ দলটির মালিকানায় রয়েছে বাংলাদেশের মেগা স্টার শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান। বাংলাদেশের সিনেমার সবচেয়ে বড় এই তারকা বিপিএলের সর্বশেষ ড্রাফটেও অংশ নিয়েছিলেন।
তার অংশগ্রহণে বিপিএল আরও জাঁকজমকপূর্ণ হবে বলে ধারণা করছেন অনেকে। এদিকে দেশি বিদেশি তারকা সব ক্রিকেটার দলে ভিড়িয়েও আলোচনায় আছে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি। তারা আইকন ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুর রহমানকে নিয়ে চমক দেখিয়েছে।
এর বাইরে দেশি ক্রিকেটারদের মধ্যে তানজিদ হাসান তামিম, লিটন দাস, হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, সাব্বির রহমানও খেলবেন দলটির হয়ে। বিদেশি হিসেবে খেলবেন জনসন চার্লস, স্টিফেন এসকানজি, শাহনেওয়াজ দাহানির মতো ক্রিকেটার।