শ্রীলঙ্কা - ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

ওয়েস্ট ইন্ডিজকে ৮৯ রানে গুটিয়ে দিয়ে শ্রীলঙ্কার সিরিজে ফেরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 23:33 মঙ্গলবার, 15 অক্টোবর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ডাম্বুলায় প্রথম টি-টোয়েন্টিতে ১৮০ রানে লক্ষ্য তাড়ায় ৫ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের জন্য লক্ষ্যটা আগের দিনের তুলনায় খানিকটা কমই ছিল। একই মাঠে ১৬৩ রান তাড়ায় পা হড়কালো রভম্যান পাওয়েলদের। উইকেট থেকে বাড়তি টার্ন পেয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের চেপে ধরলেন দুনিথ ওয়াল্লালাগে এবং মাহিশ থিকশানা। ওয়ানিন্দু হাসারাঙ্গা পকেটে পুড়েছেন দুই উইকেট। লঙ্কানদের তিন স্পিনারে মাত্র ৮৯ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। ৭৩ রানের জয়ে সিরিজে ১-১ সমতা ফেরাল চারিথ আসালাঙ্কার শ্রীলঙ্কা।

জয়ের জন্য ১৬৩ রান তাড়ায় থিকশার বিপক্ষে ক্যারিবীয়দের শুরুটা ছিল একটু ধীরগতির। নুয়ান থুসারার ওভারে সেটা কাটিয়ে উঠার চেষ্টা করলেও তৃতীয় ওভারে গিয়ে উইকেট হারায় সফরকারীরা। ওয়াল্লালাগের লেংথে পড়ে টার্ন করে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে বড় শট খেলার চেষ্টা করেছিলেন ব্রেন্ডন কিং। তবে উইকেট থেকে বেরিয়ে যাওয়া ডানহাতি ওপেনারকে স্টাম্পিং করেছেন কুশল মেন্ডিস। ৫ রান করা কিংকে ফিরিয়ে টি-টোয়েন্টিতে নিজের প্রথম উইকেটের দেখা পেয়েছেন ওয়াল্লালাগে।

পরের ওভারে এভিন লুইসকে ফিরিয়েছেন থিকাশানা। ডানহাতি এই মিস্ট্রি স্পিনারের ফুল ডেলিভারিতে সুইপ করার চেষ্টায় বলের লাইন মিস করে লেগ বিফোর উইকেট হয়েছেন। আম্পায়ার আউট দিলেও রিভিউ নেন লুইস। পরবর্তীতে টিভি রিপ্লেতে দেখা যায় বল প্যাডে আঘাত না করলে স্টাম্প ভাঙতো। ফলে বাঁহাতি ওপেনারকে ফিরতে হয়েছে ৭ রানে। নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে লঙ্কানদের আরও এক উইকেট দেন ওয়াল্লালাগে।

বাঁহাতি স্পিনারের ফুলার লেংথ ডেলিভারিতে একটু সামনে এগিয়ে ড্রাইভ করতে চেয়েছিলেন রস্টন চেজ। তবে আউট সাইড এজ হওয়ায় স্লিপে থাকা কামিন্দু মেন্ডিসের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। মাঝারি লক্ষ্য তাড়ায় পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে মাত্র ২১ রান ‍তুলতে পারে ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ার প্লে শেষ হওয়ার পরের ওভারে আবারও উইকেট হারায় তারা। ওয়াল্লালাগের লেংথ ডেলিভারিতে স্লগ সুইপ করতে গিয়ে টপ এজ হয়ে কামিন্দুর হাতে ক্যাচ দিয়েছেন আন্দ্রে ফ্লেচার।

ক্যারিবীয় ব্যাটারকে ৪ রানে ফিরতে হয়েছে। মাত্র ২৪ রানে ৪ উইকেট হারানোর পর সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। বরং নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে সফরকারীরা গুটিয়ে গেছে ৮৯ রানে। এমন দিনে ৪ ওভারে ৯ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন ওয়াল্লালাগে। দুটি করে উইকেট পেয়েছেন থিকশানা, হাসারাঙ্গা এবং থুসারা। বাকি একটি উইকেট শিকার করেছেন পেসার মাথিশা পাথিরানা।

ডাম্বুলায় এর আগে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬২ রানের পুঁজি গড়ে শ্রীলঙ্কা। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেছেন পাথুম নিশানকা। এ ছাড়া লঙ্কানদের হয়ে কুশল ২৬, কুশল পেরেরা ২৪ এবং কামিন্দু ১৯ রান করেছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি উইকেট পেয়েছেন রোমারিও শেফার্ড। একটি করে উইকেট পেয়েছেন আলজারি জোসেফ, শামার জোসেফ এবং শামার স্প্রিঞ্জার।