আকবরের নেতৃত্বে ইমার্জিং এশিয়া কাপে হৃদয়-ইমনরা
ছবি:
|| ডেস্ক রিপোর্ট ||
ভারত সফর শেষে দেশে ফিরলেও খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছেন না তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিবরা। আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ইমার্জিং এশিয়া কাপে খেলতে যাচ্ছেন তারা। ১৫ জনের মূল দলের সঙ্গে ৪ জনকে অতিরিক্ত ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে।
মূল দলের সঙ্গে ওমানে যাচ্ছে জাকের আলী, শেখ মেহেদী, তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ। সাইফ হাসানকে দেয়া হয়েছে সহ-অধিনায়কের দায়িত্ব। ওপেনার হিসেবে তার সঙ্গে আছেন ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজে খেলা পারভেজ হোসেন ইমন।
এর বাইরে ঘরোয়া ক্রিকেটে আলো ছড়ানো জিসান আলম, নাইম শেখ ও রাকিবুল হাসানকে নিয়ে দল সাজানো হয়েছে। বোলিং আক্রমণে জাতীয় দলের পেসার রেজাউর রহমান রাজা, রিপন মন্ডল ও মারুফ মৃধার সঙ্গে আছেন আবু হায়দার রনিও।
স্পিনার হিসেবে সুযোগ পেয়েছেন যুব এশিয়া কাপ জেতা অধিনায়ক মাহফুজুর রাব্বি, রাকিবুল হাসান, ওয়াসি সিদ্দিক, আলিস ইসলামরা। সব মিলিয়ে শক্তিশালী দল নিয়েই ওমানে যাচ্ছে বাংলাদেশ। আগামী ১৮ অক্টোবর মাঠে গড়াবে ইমার্জিং এশিয়া কাপের এবারের আসর।
৫০ ওভারের ক্রিকেটে টুর্নামেন্ট হলেও এবার ইমার্জিং এশিয়া কাপ হবে টি-টোয়েন্টিতে। ১৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আকবর আলীর দলের প্রতিপক্ষ আফগানিস্তান। ২১ অক্টোবর তাদের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ২৩ অক্টোবর বাংলাদেশকে খেলতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে। ২০১৩ সালে হওয়া প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সবশেষ ২০২৩ সালে হওয়া টুর্নামেন্টে শিরোপা ঘরে তুলেছিল পাকিস্তান।
ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ দল- আকবর আলী (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, জিসান আলম, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার রনি, রাকিবুল হাসান, ওয়াসি সিদ্দিক, আলিস আল ইসলাম, রেজাউর রহমান রাজা ও রিপন মণ্ডল ও মারুফ মৃধা।
অতিরিক্ত ক্রিকেটার-
জাকের আলী, শেখ মেহেদী, তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ।