promotional_ad

হরমনপ্রীত- অরুনধাতিদের নৈপুণ্যে ভারতের জয়, শ্রীলঙ্কার বিদায়

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ঘরের মাঠে বাংলাদেশকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে ভারত। একইদিনে সুখস্মৃতি অর্জন করেছে ভারত নারী দলও। দুবাইতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে ৮২ রানে হারিয়েছে হরমনপ্রীত করের দল। বিশ্বকাপে এটিই ভারতের সবচেয়ে বড় জয়। এই জয়ে 'এ' গ্রুপে দুই নম্বরে উঠে গেল দলটি। স্মৃতি মান্ধানা - হরমনপ্রীতের দাপটের দিনে সেমিফাইনালের রাস্তাও আরেকটু প্রশস্ত করল তারা। অপরদিকে বিশ্বকাপ থেকে বিদায় নিলো শ্রীলঙ্কা।


টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে এ দিন শুরুটা অসাধারণ করে ভারত। ওপেনিং জুটিতে দলটি তোলে ৯৮ রান। স্মৃতি- শেফালি ভার্মার দারুণ ব্যাটিংয়ে এই রান করতে দলটির প্রয়োজন হয় মাত্র ১২.৪ ওভার। ৩৮ বলে চারটি চার ও একটি ছক্কায় ৫০ রান করে স্মৃতি রানআউট হয়ে ফিরলে এই জুটি ভাঙে।


পরের বলে আরেক ওপেনার শেফালিকে হারায় ভারত। ৪০ বলে ৪৩ রান করে চামারি আতাপাত্তুর বলে ফিরে যান শেফালি। এরপর শুরু হয় হরমনপ্রীতের ঝড়ো ব্যাটিং। শেষ পর্যন্ত তাকে আর আউটই করতে পারেনি লঙ্কান বোলাররা।


promotional_ad

২৭ বলে আটটি চার ও একটি ছক্কায় ৫২ রানে অপরাজিত থাকেন ভারতের অধিনায়ক। মাঝে ১০ বলে ১৬ রান করে ফিরে যান জেমিমাহ রডরিগুয়েজ। ভারতের সংগ্রহ অনায়সে দেড়শ পার করে ১৭২-এ পৌঁছে যায়।


লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম তিন ওভারে তিন উইকেট হারায় শ্রীলঙ্কা। রানের খাতা খোলার আগে ভিশ্মি গুনারাত্নেকে ফেরান রেনুকা সিং। পরের ওভারে এক রান করা আতাপাত্তুকে হারায় শ্রীলঙ্কা।


তৃতীয় ওভারে আবারও দলকে উইকেট এনে দেন রেনুকা। এবার ফিরে যান তিন রান করা হারশিতা সামাবিক্রমা। এরপর ৩৭ রানের জুটি গড়েন কাভিশা দিলহারি এবং আনুশকা সানজিওয়ানি।


এটাই দলটির আজকের দিনের সর্বোচ্চ জুটি। কাভিশা ২১ এবং আনুশকার ব্যাটে আসে ২০ রান। এছাড়া আমা কাঞ্চনা করেন ১৯ রান। এই দলের হয়ে আর কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেনি। ১৯.৫ ওভারে ৯০ রানে অল আউট হয় দলটি।


ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন আরুনধাতি রেড্ডি এবং আশা সোবহানা তিনটি করে উইকেট নেন। দুটি উইকেট নেন রেনুকা। একটি করে উইকেট নেন শ্রেয়াঙ্কা এবং দিপ্তি শর্মা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball