promotional_ad

টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন রুট

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তান সিরিজ শুরুর আগে দারুণ এক মাইলফলকের মুখোমুখি ছিলেন জো রুট। টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের সবচেয়ে বেশি রানের মালিক হতে ৭১ রান দরকার ছিল তার। প্রথম সুযোগেই সেই কাজটা সেরে ফেললেন ৩৩ বছর বয়সী এই ব্যাটার। ইংল্যান্ডের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন রুট।


আমির জামালের অফস্টাম্পের বাইরের বলে দারুণ এক অন-ড্রাইভ খেলে বাউন্ডারি তুলে নেন রুট। আর এই শটেই নতুন ইতিহাস গড়ে ফেলেন তিনি। লাল বলের ক্রিকেটে আরেক সাবেক অধিনায়ক আলিস্টার কুকের রান ছাড়িয়ে যান তিনি।


promotional_ad

বুধবার মুলতান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিং করছে ইংল্যান্ড। ইংল্যান্ডের ইনিংসের ৪২তম ওভারের শেষ বলে কুককে ছাড়িয়ে যান রুট। তার রেকর্ড ভাঙার এই দিনে মুলতানের তক্তা পিচে ইংল্যান্ডও আছে ভালো অবস্থানে। ৫৫৬ রানের জবাবে মধ্যাহ্নবিরতির আগে দলটি করেছে ২ উইকেটে ২৩২ রান।


১২ বছরেরও বেশি সময়ের টেস্ট ক্যারিয়ারে ১৬১টি ম্যাচ খেলে ১২ হাজার ৪৭২ রান করেছিলেন কুক। মুলতান টেস্টে নামার আগে রুটের রান ছিল ১২ হাজার ৪০২ রান।


আগের দিন অবশ্য আরেকটি অপ্রতিরোধ্য মাইলফলক গড়েছিলেন এই ব্যাটার। প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচ হাজার রান করেন রুট। এই রেকর্ডে রুটের ধারেকাছেও কেউ নেই। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার মারনাস ল্যাবুশেন। তার সংগ্রহ তিন হাজার ৯০৪ রান। এরপরেই আছেন আরেক অস্ট্রেলিয়ান স্টিভ স্মিথ। তার রান তিন হাজার ৪৮৪।


এদিকে কুককে পেছনে ফেলে টেস্ট ইতিহাসের সর্বকালের শীর্ষ পাঁচেও উঠে গেছেন রুট। তার ওপরে আছেন শচীন টেন্ডুলকার (১৫ হাজার ৯২১ রান), রিকি পন্টিং (১৩ হাজার ৩৭৮ রান), জ্যাক ক্যালিস (১৩ হাজার ২৮৯ রান) ও রাহুল দ্রাবিড় (১৩ হাজার ২৮৮ রান)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball