promotional_ad

ক্যারিবিয়ানদের হারিয়ে সেমিফাইনালের পথ খুলতে চায় বাংলাদেশ

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের বিপক্ষে হারের কারণে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের পথ কিছুটা কঠিন হয়ে গেছে বাংলাদেশের জন্য। তবুও সেমিফাইনাল থেকে চোখ সরায়নি নিগার সুলতানার দল। দলের সহ-অধিনায়ক নাহিদা আক্তার জানিয়ে দিলেন তেমনটাই।


নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুটি লক্ষ্য নিয়ে গিয়েছিল বাংলাদেশ। প্রথমটি হচ্ছে স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে শুরু করা, দ্বিতীয়টি হচ্ছে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে সেমিফাইনালে যাওয়া। প্রথম লক্ষ্যটি পূরণ হলেও দ্বিতীয় লক্ষ্যে পৌঁছাতে গিয়ে ইংল্যান্ডের বিপক্ষে হেরে হোঁচট খেয়েছে বাংলাদেশ।


promotional_ad

ইংল্যান্ডকে ১২০ রানের মধ্যে আটকে দিয়েও জ্যোতির দল থেমে গেছে একশ'র আগে। সেমিফাইনালে পৌঁছাতে হলে এখন ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার মতো কঠিন প্রতিপক্ষকে হারাতে হবে তাদের। যদিও লক্ষ্যে পরিবর্তন আনেনি দল।


নাহিদা বলেন, 'গত ম্যাচের হারটা অবশ্যই আমাদের জন্য কষ্টদায়ক, খারাপ লাগার একটি জায়গা। এই কয়দিনে আমাদের যে অনুশীলন সেশন চলছে, আমরা চেষ্টা করছি ওই জায়গা থেকে বের হওয়ার এবং কীভাবে আরেকটু উন্নতি করা যায় এবং ম্যাচে তা কাজে লাগানো যায়।'


'যেহেতু আমরা সেমিফাইনাল খেলতে চাই, এই দুটি ম্যাচ খুব গুরুত্বপূর্ণ আমার জন্য। পরের ম্যাচ আমাদের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আমরা এই ম্যাচে মনোযোগ দিচ্ছি যে, কীভাবে জিততে পারি।'


বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। শক্তির বিচারে বাংলাদেশ থেকে যোজন যোজন এগিয়ে ক্যারিবিয়ানরা। ২০১৪, ২০১৬ ও ২০১৮ বিশ্বকাপে দলটির বিপক্ষে তিনবার খেলে বাংলাদেশ। তিনবারই হারে বাঘিনীরা।


তবুও তাদের বিপক্ষে আশাবাদী নাহিদা, 'আমরা যদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি জিততে পারি, তাহলে সেমিফাইনালে যাওয়াটা সহজ হবে আমাদের জন্য। সব দিক থেকেই আমাদের মনোযোগ পরের ম্যাচে। এই ম্যাচে ভালো করার জন্য… শুধু ভালো করার জন্য নয়, জয়ের জন্য নামব আমরা এবং জেতার জন্য যা যা করা দরকার, চেষ্টা করব করার।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball