promotional_ad

টেস্ট দলে ফিরতে না পেরে হতাশ স্যাম কারান

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০২১ সালের পর টেস্ট খেলা হয়নি স্যাম কারানের। মূলত ইংল্যান্ড দলে বেন স্টোকস থাকায় বাড়তি আরেকজন পেস বোলিং অলরাউন্ডারের প্রয়োজনীয়তা বোধ অনুভব করেনি ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। সম্প্রতি চোটে পড়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক।


স্টোকদের অবর্তমানে তাই টেস্ট দলের ফেরার স্বপ্ন দেখছিলেন কারান। তবে সেই স্বপ্ন সত্যি হয়নি তার।তাকে টপকে ইংল্যান্ড দলে সম্প্রতি জায়গা পেয়েছে জশ হাল। গতি আর উচ্চতার কারণে ব্র্যান্ডন ম্যাককালামের নজর কেড়েছেন ২০ বছর বয়সী এই পেসার।


promotional_ad

টেস্ট দলে ডাক না পেয়ে বেশ হতাশ কারান। তিনি মনে করেন নির্দিষ্ট কোনো দক্ষতার কারণে অচেনা অনেকেই জাতীয় দলে জায়গা পেয়ে যাচ্ছেন। এখানে ক্রিকেটারদের সামর্থ্যের বিষয়টিকে কম গুরুত্ব দেয়া হচ্ছে বলে মনে করেন কারান। 


সম্প্রতি টক স্পোর্টসের আলাপকালে কারান বলেন, ‘দল এখন যেভাবে বানানো হচ্ছে, নির্দিষ্ট কোনো দক্ষতার জন্য খেলোয়াড়দের নেওয়া হচ্ছে, একটু অচেনা কাউকে নেওয়া হচ্ছে। কাউন্টি খেলোয়াড় হিসেবে বিষয়টি আমার জন্য একটু অন্য রকম। কারণ, এখন আপনার আশা করতে হচ্ছে আপনি সেই নির্দিষ্ট দক্ষতা পূরণ করতে পারছেন।'


তিনি আরও বলেন, 'আর যদি না পারেন, তাহলে ফ্র্যাঞ্চাইজি ও কাউন্টিতে দলকে জেতাতে থাকতে হবে এবং আশা করতে হবে, দলের ডাক যেন আসে। এ নিয়ে আপনার আর কিছুই করার নেই। তারা যা খুঁজছে, সেটা যদি আপনার মধ্যে থাকে, তাহলে দারুণ বিষয়। কিন্তু না থাকলে আসলে এটা সামর্থ্যের বিষয়ও না হতে পারে।’


২০১৮ সালে টেস্ট অভিষেক হয়েছিল কারানের। সেটা মাত্র ২০ বছর বয়সে। এরপর ২৪ টেস্টেই থেমে যেতে হয়েছে তাকে। ৪৭ উইকেটের পাশাপাশি ৮১৫ রান থাকলেও টেস্ট দলের জন্য তাকে আর বিবেচনা করা হয়নি। দলে ফিরতে ইংল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক রব কির সঙ্গেও আলোচনা হয়েছিল কারানের।


সেই আলোচনা নিয়ে তিনি বলেন, ‘সত্যি বলতে, স্টোকস যখন চোটে পড়ে, আমি ভেবেছি, টেস্ট দলে ঢোকার পথ এটাই। দুই সপ্তাহ আগে রব কির সঙ্গে আমার আলোচনা হয়েছিল। সেখানে বর্তমান দল সম্পর্কে ধারণা ও টেস্ট দলে আমি কীভাবে ফিরতে পারি, সেটা নিয়েই কথা হয়েছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball