ভারত- বাংলাদেশ সিরিজ

বাংলাদেশের বিপক্ষে পুনর্জন্ম হয়েছে, বলছেন বরুণ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 08:59 সোমবার, 07 অক্টোবর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

শেষবার খেলেছিলেন ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। তারপর তিন বছর পেরিয়ে গিয়েছে। বরুণ চক্রবর্তীকে দেখা যেত কেবল আইপিএলেই। কোচ গৌতম গম্ভীরের হাত ধরে ফিরলেন জাতীয় দলে। এর আগে ৬ ম্যাচে দুই উইকেট নেয়া বরুণ রবিবারের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে একাই নিলেন তিন উইকেট। এমন প্রত্যাবর্তনের পর বরুণের উপলদ্ধি, পুনর্জন্ম হয়েছে তার!

২০২১ সালে স্কটল্যান্ডের বিপক্ষে দুবাইয়ে শেষ ম্যাচ খেলেছিলেন এই স্পিনার। সেবারের বিশ্বকাপে সেমিফাইনালেও উঠতে পারেনি ভারত। ফলে দল থেকে বাদ পড়তে হয় বাজে পারফর্ম করা বরুণকে।

গত তিন বছরে ৮৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারত। ৩৩ বছর বয়সী এই স্পিনার মানছেন জাতীয় দলে ফেরার মিশন সহজ ছিল না। নিয়মিত ভালো পারফরম্যান্স করেই স্বপ্নের নীল দলে ঠাই পেয়েছেন তিনি।

শেষবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা জেতানোর পথে ১৪ ম্যাচে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ২১টি উইকেট নেন এই স্পিনার। এরপর তামিম নাড়ু প্রিমিয়ার লিগেও ভালো পারফর্ম করেন তিনি।

রবিবার দলের মূল স্পিনার হিসেবে সুযোগ পেয়ে ৪ ওভারে ৩১ রান দিয়ে তিন উইকেট তুলে নেন বরুণ। তোহিদ হৃদয়, জাকের আলী এবং রিশাদ হোসেনকে আউট করেন তিনি।

বরুণ বলেন, 'তিন বছর পর ফিরলাম। এটা অবশ্যই আমার জন্য আবেগের ব্যাপার। নীল পোশাকে ফিরতে পেরে অসাধারণ লাগছে। মনে হচ্ছে আমার পুনর্জন্ম হয়েছে। অনেক চ্যালেঞ্জ নেয়া বাকি।'

'আপনি যখন ভারতীয় দলে থাকবেন না তখন অনেকেই আপনার ক্যারিয়ার শেষ ধরে নেবে। তাই আপনাকে পারফরম্যান্স করে সর্বোচ্চ পর্যায়ে থাকতে হবে এবং দরজায় কড়া নাড়তে হবে। ভাগ্যবশত এবার সুযোগ পেয়েছি, আশা করি আমি এমন পারফরম্যান্স ধরে রাখতে পারব।'