ধামাকা নয়, সিরিজ জেতাই লক্ষ্য বাংলাদেশের
ছবি:
|| ডেস্ক রিপোর্ট ||
২০১৯ সালের সর্বশেষ সফরে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই ভারতকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে ১৪ টি-টোয়েন্টি খেলে এই একটি ম্যাচেই বাংলাদেশ জয় পেয়েছে। এবার সামনে আরেকটি টি-টোয়েন্টি সিরিজ।
গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এই ম্যাচের আগে বাংলাদেশ দলের ব্যাটার তাওহীদ হৃদয় জানিয়েছেন সিরিজের শুরুতেই ধামাকা দেখানোর কোনো পরিকল্পনা নেই তাদের। তবে সিরিজ জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।
শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হৃদয় বলেছেন, 'ধামাকা বা এরকম কিছু মাথায় নেই সত্য কথা। যেটা আগেও বললাম অবশ্যই আমরা ইন্টেন্ট নিয়ে খেলব। আমাদের চেষ্টা থাকবে যাতে সিরিজটা জিততে পারি, ভালো ক্রিকেট খেলতে পারি। এটাই, আমরা ওইরকম চিন্তা-ভাবনা করছি না। ম্যাচ কিভাবে ভালো করা যায় সেটা চিন্তা করছি।'
ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে হুট করেই টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সাকিব আল হাসান। ফলে তাকে ছাড়াই ভারতের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। সাকিব না থাকায় টাইগার ব্যাটারদের বাড়তি দায়িত্ব নিতে হবে।
সেক্ষেত্রে হৃদয়কেও আরও ওপরে ব্যাট করতে দেখা যেতে পারে। নিজের পছন্দের ব্যাটিং পজিশন নিয়ে খোলাসা না করলেও বাংলাদেশের এই ব্যাটার অবশ্য জানিয়েছেন যেখানেই ব্যাটিংয়ের সুযোগ হোক না কেন অবদান রাখার চেষ্টা করবেন তিনি।
হৃদয় বলেছেন, 'এটা আমি বলতে চাচ্ছি না (পছন্দের ব্যাটিং পজিশন)। আমি মনে করি দল যখন যেখানে আমাকে নামাবে ওইখানেই অবদান রাখার চেষ্টা করি। সেটা ফিল্ডিং, ব্যাটিং, যেভাবেই হোক আমি চাই দলের জন্য অবদান রাখতে।'