বাংলাদেশ-ভারত সিরিজ

আগ্রাসী ক্রিকেট খেলে সিরিজ জিততে চাই: শান্ত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:15 শুক্রবার, 04 অক্টোবর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বাংলাদেশের খুব বেশি সুখস্মৃতি নেই। বেশ কয়েকবার জয়ের কিনারায় গিয়েও ম্যাচ হারার দুঃস্মৃতি এখনও বয়ে বেড়ায় বাংলাদেশ দল। ১৪বারের দেখায় একমাত্র জয়টি দিল্লিতে ২০১৯ সালে। এবার আরেকটি টি-টোয়েন্টি সিরিজে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

সিরিজের শুরুটা হচ্ছে গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে। এই মাঠে এর আগে খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশের। পরিসংখ্যান বলছে এই মাঠ রান প্রসবা। ফলে বাংলাদেশের ব্যাটারদের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ।

ঐতিহাসিকভাবেই বাংলাদেশের সবসময়ের দুর্বলতা ব্যাটিং। সীমিত ওভারে বাংলাদেশ যেসব ম্যাচে জয় পায় সেখানে ব্যাটারদের পারফরম্যান্সই রাখে অন্যতম মূখ্য ভূমিকা। ভারতের বিপক্ষে আরেকটি সিরিজের আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মুখে সেই পুরোনো বুলি।

'নির্দিষ্ট দিনে যে ভালো খেলবে সে-ই জিতবে।' টি-টোয়েন্টিতে নিশ্চিতভাবেই আগে থেকে ম্যাচের ফলাফল ধারণা করা কঠিন। আর সেটা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে হওয়ায় মানসিকভাবে কিছুটা পিছিয়েই মাঠে নামতে হবে টাইগারদের। সেই পিছিয়ে থাকা স্পষ্ট বোঝা গেল শান্তর কথাতেও।

তিনি বলেছেন, 'টি-টোয়েন্টি পুরো ভিন্ন বলের খেলা। নির্দিষ্ট দিনে যে ভালো খেলবে সে-ই জিতবে। এই মাঠটা নতুন, তেমন কোনো ধারণা নেই মাঠ নিয়ে। তবে গত ক’দিন আমরা অনুশীলন করেছি। উইকেট কেমন করতে পারে তা নিয়ে ধারণা নেওয়ার চেষ্টা করছি। আন্তর্জাতিক দল হিসেবে যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে হবে। আশা করছি ভালো ক্রিকেট উপহার দিতে পারব।'

সিরিজ জেতার লক্ষ্যের কথাও বলেছেন শান্ত। শুধু জিততেই চান না সিরিজ জুড়ে খেলতে চান আগ্রাসী ক্রিকেট। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমি ফাইনালে খেলার বড় সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সেই সুযোগ হেলায় হারিয়েছিল টাইগাররা।

এবার ভারতের বিপক্ষে জেতার সুযোগ পেলে আর ভুল না করার ইঙ্গিত দিলেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেছেন, 'সত্যি বলতে আমরা সিরিজ জিততে চাই। আগ্রাসী ক্রিকেট খেলতে চাই। গত বিশ্বকাপে আমরা সেমিফাইনাল খেলার খুব ভালো একটা সুযোগ পেয়েছিলাম।'