নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ শুরু প্রোটিয়া মেয়েদের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:36 শুক্রবার, 04 অক্টোবর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়ন্ত সূচনা পেয়েছে সাউথ আফ্রিকা নারী দল। নিজেদের প্রথম ম্যাচে তারা ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। এই ম্যাচে প্রোটিয়াদের দাপুটে জয়ে বড় অবদান দুই ওপেনার লরা উলভার্ট ও তাজমিন ব্রিটসের। 

এই দুজনের অবিচ্ছিন্ন ১১৯ রানের জুটিতেই এই জয় পেয়েছে সাউথ আফ্রিকা। শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উলভার্ট ৫৫ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন। আরেক ব্যাটার ব্রিটস অপরাজিত থাকেন ৫২ বলে ৫৭ রানের ইনিংস খেলে। উলভার্ট তার ইনিংস জুড়ে ৭টি চার মারলেও ব্রিটস মেরেছেন ৬টি।

এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সাউথ আফ্রিকা। ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দিতে পারেননি হেইলি ম্যাথিউস ও কিয়ানা জোসেফ। এই দুজনের জুটি ভাঙে মাত্র ১৫ রানে। দলীয় ১৮ রানের মধ্যে দুই ওপেনারই ফিরে গেলে বড় চাপে পড়ে ক্যারিবীয়রা।

তৃতীয় উইকেটে দলের কিছুটা হাল ধরার চেষ্টা করেন দিয়েন্দ্রা ডটিন ও স্টেফানি টেইলর। তবে এই জুটিও লম্বা হয়নি ডটিন ১৩ রান করে ফিরে গেলে। চতুর্থ উইকেটে টেইলরের সঙ্গে শেমাইনে ক্যাম্পবেল গড়েন ৩০ রানের জুটি। এই ব্যাটার আউট হয়েছেন ১৭ রান করে।

ষষ্ট উইকেটে আলিয়াহ আলিয়েনকে নিয়ে টেইলর আরও যোগ করেন ২১ রান। আর সপ্তম উইকেটে জাইদা জেমসকে নিয়ে অবিচ্ছিন্ন ৩৫ রানের জুটি গড়ে ক্যারিবীয়দের লড়াইয়ের পুঁজি নিশ্চিত করেন টেইলর। তিনি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৪১ বলে ৪৪ রান করে।

জেমস মাঠ ছেড়েছেন ১৩ বলে ১৫ রান নিয়ে। প্রোটিয়া বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন ননকুলুলেকো এমলাবা। আর আর দুটি উইকেট নিয়েছেন মার্জিয়েনে কাপ। আগামী ৬ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকা দুই দলই নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে। সেদিন ক্যারিবীয়দের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ আর প্রোটিয়াদের প্রতিপক্ষ ইংল্যান্ড নারী দল।