বাংলাদেশ সিরিজে ধারাবাহিকতার শিক্ষা পেয়েছেন গিলেস্পি
ছবি:
|| ডেস্ক রিপোর্ট ||
সবশেষ জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরের পর বাংলাদেশের বিপক্ষেই প্রথম টেস্ট খেলতে নেমেছিল পাকিস্তান। কয়েক মাসের বিরতির পর সাদা পোশাকের ক্রিকেটে ফিরে একেবারেই সুবিধা করতে পারেননি শান মাসুদরা। ঘরের মাঠে বাংলাদেশের দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে তারা। বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি, মুহাম্মদ আলীরা কেউই বলার মতো পারফরম্যান্স করে দেখাতে পারেননি।
প্রথম টেস্টের প্রথম ইনিংস বাদ দিলে বাকি সময়ের মাঝে হাতেগোনা দুই-একটি সেশনে লিটন দাস, মুশফিকুর রহিমদের চেপে ধরতে পেরেছিল তারা। হোয়াইটওয়াশের সিরিজ দিয়ে পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন জেসন গিলেস্পি। নিজের প্রথম সিরিজে এমন ফলের পরও সবার কাছ থেকে সমর্থন পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার। বাংলাদেশের সঙ্গে সিরিজের হতাশা কাটাতে ইংল্যান্ডকে মোকাবেলা করতে হবে তাদের।
সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে ভালো করতে না পারা পাকিস্তানের জন্য কাজটা একেবারেই সহজ হবে না। ইংলিশদের বিপক্ষে সিরিজ শুরুর আগে বাংলাদেশ সিরিজ নিয়েও কথা বলেছেন গিলেস্পি। বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকে ধারাবাহিকতার শিক্ষা পেয়েছেন বলে জানান এই অস্ট্রেলিয়ান। গিলেস্পি মনে করেন, পাকিস্তানের দারুণ সব ক্রিকেটার আছে তবে তাদেরকে আরও বেশি ধারাবাহিক হতে হবে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকে আমি কী শিখেছি সেটা যদি বলি তাহলে আমাদের কয়েকজন দারুণ ক্রিকেটার আছে। কিন্তু আমাদেরকে আরও বেশি ধারাবাহিক হতে হবে। আমাদের সবার ভালো করার মতো স্কিল আছে কিন্তু সেটাকে পরিচর্যা করা প্রয়োজন।’
লম্বা সময় ধরে পাকিস্তানের ক্রিকেটে আলোচনার খোরাক হয়ে আছে ফিটনেস। বিশ্বকাপের আগে কয়েকটি ক্যাম্প করলেও ক্রিকেটারদের ফিটনেস সমস্যার সমাধান করা যায়নি। গুঞ্জন আছে, মিকি আর্থারের সময় ফিটনেস নিয়ে খুব বেশি গুরুত্ব দিতেন না বাবররা। এমনকি গুঞ্জন আছে সেই সময় ফিটনেসকে গুরুত্ব না দিতে আর্থারকে বাধ্য করেছিলেন ক্রিকেটাররা। গিলেস্পি অবশ্য ফিটনেসবিহীন ক্রিকেটারকে খেলানোর পক্ষে নন।
পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ গিলেস্পি বলেন, ‘আশেপাশে ফিটনেস নিয়ে অনেক কথা বহাল আছে। আমরা এটা নিশ্চিত করতে চাচ্ছি এটি আমাদের সামনে এগিয়ে যাওয়ার পাথেও হবে। পুরোপুটি ফিট নয় কিংবা ম্যাচের পরিস্থিতি সামাল দেয়ার জন্য যথেষ্ট সামর্থ্যবান না এমন ক্রিকেটারকে আন্তর্জাতিক ক্রিকেটে অ্যাফোর্ড করতে পারব না।’