promotional_ad

ক্যারিবিয়ানদের কেন্দ্রীয় চুক্তিতে নেই রোচ-চন্দরপল

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০২৪-২৫ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট (সিডব্লিউআই)। আলাদা আলাদা ফরম্যাটের নয়, ক্রিকেটারদের জন্য এক এবং দুই বছরের আলাদা চুক্তি করেছে দেশটির ক্রিকেট বোর্ড। 


কেন্দ্রীয় চুক্তির মেয়াদ শুরু হবে চলতি বছরের এক অক্টোবর থেকে, পৃথক পৃথক মেয়াদে সেটি চলবে ৩০ সেপ্টেম্বর ২০২৫ এবং ৩০ সেপ্টেম্বর ২০২৬ সাল পর্যন্ত। মোট ১৫ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে সিডব্লিউআই। এদের মধ্যে ছয়জন ক্রিকেটারকে রাখা হয়েছে দুই বছরের চুক্তিতে।


তারা হলেন শাই হোপ, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি এবং জেইডেন সিলস। আর এক বছরের চুক্তিতে রাখা হয়েছে অ্যালিক আথানাজে, ক্রেইগ ব্র্যাথওয়েট, কেসি কার্টি, রস্টন চেজ, জশুয়া দা সিলভা, কাভেম হজ, আকিল হোসেইন, রোমারিও শেফার্ড এবং রভম্যান পাওয়েলকে।


promotional_ad

এক বছরের চুক্তিতে থাকা ক্রিকেটারদের মধ্যে প্রথমবার চুক্তিভুক্ত হলেন কাভেম হজ। এবারের চুক্তিতে নতুনভাবে যুক্ত হয়েছেন রস্টন চেজ। বিস্ময়করভাবে এই চুক্তি থেকে বাদ পড়েছেন ক্যারিবিয়ান ফাস্ট বোলার কেমার রোচ। ত্যাগনারায়ণ চন্দরপলকেও কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি।


ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করেই তাদের সঙ্গে চুক্তি করেছে বোর্ড। যেসব ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আগ্রহ দেখিয়েছেন, তাদেরও বাধা দেয়া হয়নি।


ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তির তালিকা-


দুই বছরের চুক্তি- শাই হোপ, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি এবং জেইডেন সিলস।


প্রথম বছরের চুক্তি- অ্যালিক আথানাজে, ক্রেইগ ব্র্যাথওয়েট, কেসি কার্টি, রস্টন চেজ, জশুয়া দা সিলভা, কাভেম হজ, আকিল হোসেইন, রোমারিও শেফার্ড এবং রভম্যান পাওয়েল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball