promotional_ad

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডার মিরাজ

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আড়াই দিনের বেশি সময় বৃষ্টিতে ভেসে যাওয়ার পরও কানপুরে হারতে হয়েছে বাংলাদেশকে। চেন্নাই টেস্টেও ভারতের বিপক্ষে লড়াই করতে পারেনি সফরকারীরা। পুরো সিরিজে বাংলাদেশকে ভুগিয়েছেন ব্যাটাররা। মেহেদী হাসান মিরাজও ছিলেন তাদেরই দলে। পাকিস্তানের বিপক্ষে টানা দুই টেস্টেই পঞ্চাশ পেরোনো ইনিংস খেললেও ভারত সিরিজে ব্যাট হাতে বলার মতো কিছু করে দেখাতে পারেননি।


চেন্নাই ইনিংস মিলে মাত্র ৩৫ রান করেছিলেন মিরাজ। কানপুরে ডানহাতি ব্যাটার করতে পেরেছিলেন ২৯ রান। ব্যাটিংয়ে সফল হতে না পারলেও বল হাতে ডানহাতি অফ স্পিনার উইকেট পেয়েছেন রোহিত শর্মাদের। প্রথম টেস্টে দুই ইনিংসে ৩ উইকেট নেয়া মিরাজ কানপুরে পেয়েছিলেন ৬টি।


promotional_ad

প্রথম ইনিংসে ৪১ রানে চারটি এবং দ্বিতীয় ইনিংসে ৪৪ রানে ২টি উইকেট পেয়েছিলেন। অলরাউন্ডার হিসেবে এমন পারফরম্যান্সে উন্নতি হয়েছে আইসিসির র‌্যাঙ্কিং। ক্রিকেট সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সাপ্তাহিক হালনাগাদ শেষে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিয়ে দুই ধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছেন।


২৭২ রেটিং পয়েন্ট নিয়ে তিনে আছেন মিরাজ। এটিই বাংলাদেশের অলরাউন্ডারের ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং। এদিকে বল হাতে সাফল্য পাওয়া মিরাজ টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠে এসেছেন। আরেক স্পিনার সাকিব এগিয়েছেন ৫ ধাপ। ৫৫২ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ২৮ নম্বরে।


অবস্থানের পরিবর্তন না হওয়া সাকিব আল হাসান আগের মতোই তিনে আছেন। কানপুর টেস্টের আগে অবসরের ঘোষণা দেয়া বাংলাদেশের সাবেক অধিনায়ক সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে অবশ্য খেলতে চান। সরকারের পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তা না পেলে কানপুর টেস্টই হয়ে থাকতে পারে সাকিবের সাদা পোশাকের ক্রিকেটের শেষ ম্যাচ।


এমনটা হলে আইসিসির টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে তিন নম্বরে থেকে টেস্ট ক্রিকেট ছাড়তে হবে তাকে। বাংলাদেশের ব্যাটারদের মাঝে এক ধাপ পিছিয়ে ২৪তম স্থানে আছেন মুশফিকুর রহিম। ভারতের বিপক্ষে ভালো করতে না পারায় লিটন দাস ৭ ধাপ পিছিয়ে নেমে গেছেন ২৭ নম্বরে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball