promotional_ad

সরে দাঁড়ালেন সাউদি, নিউজিল্যান্ডের নেতৃত্বে লাথাম

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


একের পর এক ব্যর্থতাই যেন সঙ্গী হচ্ছে নিউজিল্যান্ডের। নিজেও বল হাতে পারফর্ম করতে পারছেন না অধিনায়ক টিম সাউদি। এর ফলেই টেস্টের অধিনায়কত্ব ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের এই তারকা পেসার।


তার স্থলাভিষিক্ত করা হয়েছে টম লাথামকে। টানা চার টেস্টে হারের পর নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন সাউদি। এর মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে কদিন আগেই টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের স্বাদ পেয়েছে কিউইরা। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের স্বাদ পেয়েছিল কিউইরা।


promotional_ad

সাউদির নিজের পারফরম্যান্সও তার হয়ে কথা বলছিল না। সর্বশেষ ৮ টেস্টে তার ঝুলিতে গেছে মোটে ১২ উইকেট। কদিন পরেই ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এই গুরুত্বপূর্ণ সিরিজের আগেই নিজেকে সরিয়ে নিলেন সাউদি।


নেতৃত্ব ছাড়ার বিবৃতি দিয়ে সাউদি জানিয়েছেন, কিউইদের নেতৃত্ব দেয়া তার জন্য অসামান্য সম্মান ও স্বীকৃতি। ক্যারিয়ার জুড়েই তিনি নিজের চেয়ে দলকেই বেশি প্রাধান্য দিয়েছেন। আর তিনি অনুভব করছেন এটাই নেতৃত্ব ছেড়ে দেয়ার উপযুক্ত সময়।


সাউদি বলেন, 'একটি সংস্করণে ব্ল্যাকক্যাপদের নেতৃত্ব দিতে পারা আমার কাছে বিশেষ কিছু, এটা ছিল বড় এক সম্মান ও স্বীকৃতি। তবে ক্যারিয়ারজুড়ে সবসময় দলকে সবকিছুর ওপরে প্রাধান্য দিয়েছি আমি এবং এখনও মনে করছি, (নেতৃত্ব ছেড়ে দেওয়ার) এই সিদ্ধান্ত দলের সবচেয়ে ভালোর জন্যই।'


তিনি আরও যোগ করেন, 'আমার মনে হয়, সামনের পথচলায় দলের সবচেয়ে বেশি কাজে লাগতে পারি মাঠে নিজের পারফরম্যান্সে মনোযোগ দিয়ে এবং নিজের সেরা ফর্মে ফিরে, আরও উইকেট শিকার করে এবং নিউ জিল্যান্ডকে টেস্ট জিততে সহায়তা করে।'


কেন উইলিয়ামসন টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার পর সাউদির কাঁধে ওঠে নিউজিল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব। সব মিলিয়ে দলটির ১৪ টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি। এর মধ্যে ৬টি করে জয় ও হার রয়েছে তার নামের পাশে। আর দুটি টেস্ট হয়েছে ড্র।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball