promotional_ad

৬০০ উইকেটের পেছনে দৌড়াতে চান না অশ্বিন

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


রঙিন পোশাকে ভারতের হয়ে নিয়মিত দেখা যায় রবিচন্দ্রন অশ্বিনকে। তবে টেস্ট এখনও ভারতীয়দের অন্যতম ভরসার নাম এই অলরাউন্ডার। এর প্রমাণ মিলেছে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজেও। ব্যাটে-বলে ভারতকে সিরিজ জেতাতে বড় ভূমিকা রেখেছেন তিনিই।


কদিন আগেই টেস্টে ৫০০ উইকেটের মাইলফলকে নাম লিখিয়েছেন অশ্বিন। এখন তার ঝুলিতে ৫২৭ উইকেট। ৬০০ উইকেটের কীর্তিতে এই স্পিনার নাম লেখাতে পারবেন কিনা তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। অশ্বিন অবশ্য জানিয়েছেন তার নিজের কোনো লক্ষ্য নেই। এখনও খেলাটাকে উপভোগ করছেন। তাই খেলে যেতে চান শুধু।


promotional_ad

বাংলাদেশের বিপক্ষে সিরিজ সেরা হয়ে সংবাদ সম্মেলনে অশ্বিন বলেছেন, ‘কতদূর যেতে পারব জানি না। আমি আসলে প্রতিটাদিন নিয়ে ভাবি। এখনও মাঠে নামতে ভালোবাসি। নেটে উৎসাহ নিয়ে অনুশীলন করি। নতুন কিছু করার চেষ্টা করি।'


ভারতীয় এই অলরাউন্ডার নিজের ভেতরের খুদা নিয়ে আরও বলেন, 'এখনও আমার ভেতরে আগুন আছে। তবে জানি না এই আগুনটা আর কত দিন জ্বলবে। কোনো কীর্তি নিয়ে ভাবি না। একটা টেস্ট বা একদিন নিয়ে ভাবার চেষ্টা করি। সেই ম্যাচ বা দিনটা উপভোগ করার চেষ্টা করি।’


টেস্ট ক্রিকেটে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি অনীল কুম্বলে। লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে ৬১৯টি উইকেট রয়েছে তার ঝুলিতে। অশ্বিন রয়েছেন দ্বিতীয় স্থানে। ১০২টি টেস্টে তার নামের পাশে ৫২৭ উইকেট। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজে একাই ১১ উইকেট নিয়েছেন তিনি।


এমন ফর্ম ধরে রাখতে পারলে ৯২ উইকেট নিতে আর বেশি সময় লাগার কথা না ভারতীয় এই স্পিনারের। তবে অশ্বিন জানিয়েছেন নিজের দক্ষতা কাজে লাগিয়ে দলকে সহযোগীতা করে যেতে চান তিনি। ক্রিকেট যেখানে থামাবে সেখানেই থেমে যাবেন অশ্বিন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball