promotional_ad

গ্রেটার নয়ডায় আর খেলবে না আফগানিস্তান

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্রিকেট অঙ্গনে আফগানিস্তানকে বেশ শক্তিশালী দল হিসেবেই ধরা হয়। তিন ফরম্যাটের ক্রিকেটেই তারা উন্নতির ছাপ রেখেছে। তবে তারা এখনও ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বাদ পায়নি। ভারতের বিভিন্ন ভেন্যুতে তারা ঘরের মাঠের সুবিধা নিয়ে ম্যাচ খেলে থাকে। তাদের নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্টে অনুষ্ঠিত হচ্ছে গ্রেটার নয়ডাতে।


যদিও দুই দিন হলেও ম্যাচ শুরু করা যায়নি ভেজা মাঠের কারণে। দুদিনই রাতে বৃষ্টি হয়েছে। ফলে নির্ধারিত সময়ে মাঠে নামতে পারেনি দুই দল। এর পেছনে মাঠের বাজে পানি নিষ্কাশন ব্যবস্থাকে দুষছে আফগানিস্তান। তারা এই মাঠে আর খেলবে না বলেও ঘোষণা দিয়েছে।


promotional_ad

ভারতীয় গণমাধ্যমকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) এক কর্মকর্তা বলেছেন, 'চূড়ান্ত অব্যবস্থাপনা, আমরা এখানে আর খেলব না।' এদিকে এসিবির আন্তর্জাতিক ক্রিকেট ম্যানেজার মিনহাজউদ্দিন নাজ অবশ্য এর পেছনে ভেন্যুর প্রভাব দেখছেন না।


তিনি বলেন, 'সবাই এমনকি গ্রাউন্ড স্টাফরাও কঠোর পরিশ্রম করেছেন। যদি অন্য কোনো মাঠও হতো তাহলেও নির্দিষ্ট সময়ে মাঠ তৈরি করতে বেগ পেতে হত। আমরাই গ্রেটার নয়ডাকে বেঁছে নিয়েছি সুযোগ সুবিধার দিক দিয়ে সবচেয়ে সুবিধাজনক ছিল। এটা দিল্লি থেকে খুব কাছে এবং কাবুল থেকে এর যোগাযোগ ব্যবস্থাও ভালো।'


আইসিসির পূর্ণ সদস্য হওয়ার পর দেরাদুন, লক্ষ্ণৌ, আবু ধাবির মতো মাঠে নিজেদের ঘরের মাঠের টেস্ট ম্যাচগুলো খেলেছে। সাদা পোশাকের ক্রিকেটে আরও শক্তিশালী হতে আগেই আফগানিস্তান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি জানিয়েছিলেন তারা নির্দিষ্ট ভেন্যুতে খেলতে চান।


শহীদি বলেছিলেন, 'আপনি যদি দেখে থাকেন, আমরা ভারতে নিজের হোম ম্যাচগুলো খেলি, এখানে অন্য দলগুলো আমাদের চেয়ে বেশি ম্যাচ খেলে। আশা করছি আমরা একটি নির্দিষ্ট ভেন্যু পাবো ভারতে এবং আমরা সেটাতেই সব ম্যাচ খেলতে চাই। আমরা যদি নির্দিষ্ট একটি ভেন্যুতে খেলি তাহলে এটা আমাদের কাজে লাগবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball