promotional_ad

বাংলাদেশের বিপক্ষে খেলা হচ্ছে না সরফরাজের!

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গত কয়েক বছর ধরেই ভারতের ক্রিকেটে অন্যতম আলোচিত নাম সরফরাজ আহমেদ। দেশটির ঘরোয়া ক্রিকেটে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছেন এই ব্যাটার। দীর্ঘ অপেক্ষার পর ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টের দুই ইনিংসেই পেয়েছেন হাফ সেঞ্চুরি দেখা।


অবশ্য দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে ভালো করতে পারেননি। সিরিজের শেষ টেস্টে ৫৬ রান করে আবারও ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন তিনি। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দলেও আছেন সরফরাজ। তবে টাইগারদের বিপক্ষে তার খেলা হবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে।



promotional_ad

ভারতীয় দলে রয়েছে কঠিন প্রতিদ্বন্দ্বিতা। বেশ কয়েকটি পজিশনের জন্য লড়াই করতে হয় একাধিক ক্রিকেটারকে। সেই প্রতিযোগীতাতেই অন্যদের চেয়ে খানিকটা পিছিয়ে সরফরাজ। তার জায়গায় টাইগারদের বিপক্ষে প্রথম টেস্টে জায়গা পেতে পারেন লোকেশ রাহুল। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এক প্রতিবেদনে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে রাহুলের জোর সম্ভাবনা রয়েছে একাদশে থাকার।


সূত্র মতে, ‘বাইরে যারা থাকে, তারা আসলে জানে না, কীভাবে একটা দল কাজ করে, কী সিস্টেম আছে। শেষ তিন টেস্টে লোকেশ রাহুল দক্ষিণ আফ্রিকায় সেঞ্চুরি করেছে, সাম্প্রতিক সময়ে যেটি অন্যতম সেরা ইনিংস, চোটের আগে হায়দরাবাদে ৮৬ রানের ইনিংস খেলেছে। সে বাদ পড়েনি, চোটে পড়েছিল। সে এখন ফিট ও প্রস্তুত। দুলীপ ট্রফিতে সে ফিফটি করেছে, ম্যাচ টাইম পেয়েছে এবং সে–ই (বাংলাদেশ সিরিজ) শুরু করবে।’


এদিকে দুলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের ম্যাচের স্কোয়াডেও রাখা হয়েছে সরফরাজকে। ফলে অনেকেই ধারণা করছেন বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে তার খেলা হচ্ছে না। বাংলাদেশের বিপক্ষে স্কোয়াডে থাকা একমাত্র সরফরাজই আছেন দুলীপ ট্রফির স্কোয়াডে।



সরফরাজ খেলবেন ভারত ‘বি’ দলের হয়ে। আগামী ১২ সেপ্টেম্বর শুরু হবে ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড। শেষ হবে ১৫ সেপ্টেম্বর। অবশ্য দুলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ড খেলেও বাংলাদেশের বিপক্ষে খেলতে পারেন সরফরাজের।


বাংলাদেশের বিপক্ষে ভারতের সিরিজ শুরু হবে ১৯ সেপ্টেম্বর। অবশ্য এই সিরিজকে সামনে রেখে ভারতের প্রস্তুতি শুরু হবে ১২ সেপ্টেম্বর থেকে। ফলে ধরে নেয়াই যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না সরফরাজ আহমেদের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball