টি-টোয়েন্টি বিশ্বকাপ

‘রোহিত-কোহলিদের প্রতিস্থাপন কখনোই সহজ নয়’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:26 মঙ্গলবার, 16 জুলাই, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জয়ের পর এই ফরম্যাটে ভারতীয় দল থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজার মতো সিনিয়র কয়েকজন ক্রিকেটার। দ্রুত সময়ের মধ্যে তাদের উপযুক্ত বদলি খুঁজে পাওয়া ভারতের জন্য কঠিন হবে বলে মনে করছেন বিশ্বকাপজয়ী দলটির ব্যাটিং কোচ বিক্রম রাঠোর।

শিরোপা অর্জনের পর সবার আগে কোহলি সংক্ষিপ্ততম এই ফরম্যাট থেকে অবসর নেন। তার পথে হেঁটে বিশ্ব জয়ের পর রোহিত শর্মাও সংবাদ সম্মেলনে এসে টি-টোয়েন্টি থেকে অবসরের কথা জানান। এর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রবীন্দ্র জাদেজাও এই ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

কোহলি, রোহিত এবং জাদেজার মতো তারকাদের একইসঙ্গে টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর বিষয়টি কিছুটা হলেও ভারতের জন্য 'ধাক্কা' বলে মনে করেন বিক্রম। সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজ অবশ্য তারুণ্যের জোয়ার ছিল ভারতীয় দলে। সিরিজটি ভারত জিতে ৪-১ ব্যবধানে। তবুও সিনিয়রদের একইসঙ্গে চলে যাওয়ার বিষয়টি নিয়ে চিন্তিত বিক্রম।

রাহুল দ্রাবিড়ের কোচিং স্টাফের অন্যতম এই সদস্য বলেন, 'রোহিত এবং বিরাটের মতো উন্নত মানের ক্রিকেটারদের প্রতিস্থাপন করা কখনও-ই সহজ হবে না। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজ আমাদের ভবিষ্যতের টি-টোয়েন্টি দল কেমন হতে পারে, তার কিছুটা আভাস দিয়েছে। তবে টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটের ক্ষেত্রে আমাদের হাতে এখনও কয়েক বছর আছে।'

'আমি এটা নিয়ে এখনই খুব বেশি চিন্তিত হব না। ভারতীয় ক্রিকেটে আমাদের অনেক গভীরতা রয়েছে। অনেক প্রতিভাবান এবং দক্ষ খেলোয়াড় আছে, যারা সিস্টেমের মাধ্যমে আসছে। শুধুমাত্র আমাদের নিশ্চিত করতে হবে যে, রূপান্তরটি একটি নিয়ন্ত্রিত পদ্ধতিতে করা হয়েছে কিনা! এটি ধীরে ধীরে হওয়া দরকার।'

অবশ্য শুভমান গিল, ঋষভ পান্ত, ইয়াশভি জায়সাওয়াল এবং ধ্রুব জুরেলের মতো প্রতিভাবান ক্রিকেটাররা দ্রুতই রোহিত-কোহলিদের ফেলে আসা স্থান পূরণ করবেন বলে আশাবাদী বিক্রম।

তিনি আরও বলেন, 'আমি আশা করছি যে, শুভমান গিল, ঋষভ পান্ত, ইয়াশভি জায়সাওয়াল, ধ্রুব জুরেলের মতো কয়েক জন খেলোয়াড় নিজেদের প্রতিষ্ঠিত করবেন এবং এই বড় পরিবর্তনকে মসৃণ করে তুলবেন। ওয়ানডেতেও, আমাদের কাছে শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুলের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা রয়েছে। এবং হার্দিক পান্ডিয়া সম্ভবত দায়িত্ব নেবেন।'