চ্যাম্পিয়ন্স ট্রফি

ভারতের কাছে লিখিত প্রমাণ চায় পাকিস্তান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:57 সোমবার, 15 জুলাই, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

সরকার অনুমতি দিচ্ছে না বলে গত এশিয়া কাপে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত। শেষমেশ হাইব্রিড মডেলে আয়োজন করা হয়েছিল এশিয়া কাপ। আগামী বছর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর।

এই টুর্নামেন্টের আগেও তালবাহানা শুরু করেছে ভারত। এবার ছাড় পাচ্ছে না তারা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবার ভারতের কাছে সরকারের অনাপত্তির লিখিত প্রমাণ চায়। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যাপারে ভারতের কাছ থেকে স্পষ্ট বক্তব্য চায় পাকিস্তান।

পিটিআইকে পিসিবির একটি সূত্র বলেছে, ‘যদি ভারত সরকার অনুমতি না দেয়, তবে সেটা লিখিতভাবে জানাতে হবে। এখনই আইসিসির কাছে চিঠি জমা দিতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। টুর্নামেন্ট শুরুর ৫-৬ মাস আগে আইসিসির কাছে পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানিয়ে দেওয়া উচিত বিসিসিআইয়ের।’

এরই মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচিও চূড়ান্ত করেছে পিসিবি। ভারতীয় দল পাকিস্তানে যাবে ভেবেই নিজেদের পরিকল্পনা সাজিয়েছে তারা। ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির। আর ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ৯ মার্চ।

সব মিলিয়ে মোট ৩টি ভেন্যুতে আয়োজনের কথা রয়েছে এই টুর্নামেন্টটি। ভারতের সব ম্যাচ রাখা হয়েছে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। এমনকি দুটি সেমিফাইনাল করাচি ও রাওয়ালপিন্ডিতে খেলা হবে বলে প্রাথমিক সূচি তৈরি করা হলেও বিকল্প রাখা হয়েছে ভারতের জন্য।

তারা যদি শেষ চারের টিকিট হাতে পায়, তবে তারা সেমি ফাইনাল খেলতে পারবে লাহোরেই। আর ফাইনাল ম্যাচেরও ভেন্যু করা হয়েছে লাহোরকে। তবে ভারতীয় গণমাধ্যমকে বিসিসিআইয়ের বেশ কয়েকটি সূত্র জানিয়েছে এই মুহূর্তে পাকিস্তানে যাওয়ার কোনো সম্ভাবনা নেই ভারতীয় দলের।

তারা চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ খেলতে চায় আরব আমিরাতে। অন্ততপক্ষে এশিয়া কাপের মতো শ্রীলঙ্কাতেও খেলতে অসুবিধা নেই ভারতের। তবে পাকিস্তান নিজেদের দেশেই পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে বদ্ধ পরিকর। একাধিক সূত্র জানিয়েছে ভারত পাকিস্তানে খেলতে না গেলে তাদের ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চায় পিসিবি।