promotional_ad

হাঁটুর চোট সারাতে আইপিএল ছাড়লেন লিভিংস্টোন

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আইপিএলের এবারের আসরের প্লে-অফের আগেই ভারত ছাড়বেন ইংল্যান্ডের বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা। এমনটা নিশ্চিত ছিল আগে থেকেই। পাঞ্জাব কিংস শেষ চারে উঠতে না পারায় লিয়াম লিভিংস্টোন আইপিএল ছাড়লেন সপ্তাহখানেক আগেই। মূলত বিশ্বকাপের আগে হাঁটুর চোট সারিয়ে তুলতে ইংল্যান্ডে চলে গেছেন এই অলরাউন্ডার। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।


গত দুই বছর ধরেই মাংসপেশির নানা রকম চোটে ভুগছেন লিভিংস্টোন। পুরোপুরি ফিট না থাকায় আইপিএলের শুরুর দিকে দুটি ম্যাচও মিস করেছেন ৩০ বছর বয়সি এই অলরাউন্ডার। মাঝে অবশ্য কম্বিনেশনের কারণে পাঞ্জাবের একাদশ থেকে বাইরে ছিলেন। হাঁটুর চোট কাটিয়ে ফিরলেও এখনও পুরোপুরি ঠিক অবস্থায় নেই তিনি।


promotional_ad

বিশ্বকাপে যাতে আবারও ইনজুরিতে পড়তে না হয় যে সেকারণে মূলত ভারত ছেড়েছেন লিভিংস্টোন। চোট গুরুতর না হলেও পাকিস্তান সিরিজ কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হাঁটুকে বিশ্রামে রাখতে চান তিনি। যার ফলে পাঞ্জাবের এখনও ম্যাচ থাকার পরও আইপিএল থেকে বিদায় নিয়েছেন ইংলিশ এই অলরাউন্ডার।


নিজেদের বিদায়ের কথা জানিয়ে লিভিংস্টোন ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আরেকটি বছরের জন্য আইপিএল শেষ হলো। বিশ্বকাপের জন্য হাঁটুটা ঠিক করতে হবে। ভালোবাসা ও সমর্থনের জন্য পাঞ্জাব কিংসের সব ভক্তদের ধন্যবাদ। দল ও ব্যক্তিগত জায়গা থেকে মৌসুমটা হতাশার। তবে বরাবরের মতোই আইপিএলে প্রতিটি মিনিট উপভোগ করেছি।’


পাঞ্জাবের মতো আইপিএলের এবারের আসরটা ভালো যায়নি লিভিংস্টোনেরও। ৭ ইনিংসে ২২.২০ গড় এবং ১৪২.৩০ স্ট্রাইক রেটে করেছেন মাত্র ১১১ রান। বল হাতে ১২ ওভারে নিয়েছেন মাত্র ৩ উইকেট। আইপিএলে এমন পারফর্ম করলেও ইংল্যান্ডের বিশ্বকাপ দলে ঠিকই আছেন তিনি।


লিভিংস্টোনের মতো দ্রুতই আইপিএল ছাড়বেন জস বাটলার, রিস টপলি, স্যাম কারান, জনি বেয়ারস্টো, মঈন আলী এবং ফিল সল্টরা। ২২ মে থেকে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থাকায় তাদের ডেকে পাঠিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বিশ্বকাপের প্রস্তুতির জন্য বাটলাররাও খেলতে চান পাকিস্তানের বিপক্ষে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball