আইপিএল

ধোনির পরামর্শ নেইনি, নিজেই সিদ্ধান্ত নিয়েছি: রুতুরাজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:21 সোমবার, 13 মে, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

রাজস্থান রয়্যালসের হারিয়ে প্লে অফের দৌড়ে এক পা এগিয়ে রেখে চেন্নাই সুপার কিংস। যদিও তাদের প্লে অফে যাওয়া নির্ভর করছে অনেক যদি কিন্তুর ওপর। এবারই প্রথম চেন্নাইয়ের নেতৃত্ব দিচ্ছেন রুতুরাজ গায়কোয়াড়।

তার নেতৃত্বে ১৩ ম্যাচে ৭টিতে জয় পেয়েছে চেন্নাই। দলের এমন পারফরম্যান্সের পর অধিনায়ক হিসেবে প্রশংসা কুড়াচ্ছেন এই ব্যাটার। রুতুরাজ জানিয়েছেন ধোনির পরামর্শে নিয়ে নিজের মেধা কাজে লাগিয়েই দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। আগের আইপিএল থেকেই নেতৃত্বের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

স্টার স্পোর্টসের এক ভিডিওতে রুতুরাজ বলেন, 'গতবার থেকেই আমি ভাবতাম প্রত্যেক খেলায়, যদি আমি অধিনায়ক হতাম তাহলে কী সিদ্ধান্ত নিতাম? আমি খুব খুশি যে প্রথম ম্যাচ থেকেই অধিনায়ক হিসেবে সব সিদ্ধান্ত নিচ্ছি, তার কাছে পরামর্শ নিচ্ছি না।'

চেন্নাইয়ের অধিনায়ক নেয়ার আগেই রুতুরাজকে মহেন্দ্র সিং ধোনি বলে দিয়েছিলেন এটা তোমার দল সিদ্ধান্তও তোমার। তিনি দলের বিষয়ে নাক গলাবেন না। ধোনি নিজের সেই কথা রেখেছেন। এমনকি রুতুরাজকে তার মতো করেই দল পরিচালনা করছে সাহায্যও করছে।

ধোনির কথা টেনে রুতুরাজ বলেন, 'মহেন্দ্র সিং ধোনি একটা কথা বলেছিল, তুমি তোমার মতো সিদ্ধান্ত নাও, কারণ দায়িত্বটাও তোমার। আমি কোনো বিষয় ঢুকব না, একমাত্র ফিল্ডিং যদি দেখি ৫০-৫০ রয়েছে, তখন আমি বলে দেব। কিন্তু আমি বললেই যে তোমায় শুনতে হবে, সেটা নয়। কোনো বাধ্যবাধকতা নেই সে ব্যাপারে, বলেছিল ধোনি। আমিও তাই ফিল্ডিং বদলের সময় একবার তার দিকে তাকাই, তখন দেখতে পাই মাহি ভাইও আমার ওপর নজর রেখেছে'।

শুধু অধিনায়কত্ব দিয়েই নয় এবার ব্যাট হাতেও দুর্দান্ত সময় কাটাচ্ছেন রুতুরাজ। তিনি ১৩ ম্যাচে ৫৮৩ রান সংগ্রহ করেছেন। আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় এবার দুই নম্বরে আছেন তিনি। দল প্লে অফে জায়গা করে নিলে শীর্ষে যাওয়ারও সুযোগ রয়েছে তার।