আইপিএল

শিশির না থাকলে আরও ভালো করতেন মুস্তাফিজরা, বলছেন রুতুরাজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:45 বুধবার, 24 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

দুর্দান্ত সেঞ্চুরিতে চেন্নাই সুপার কিংসকে রীতিমতো উড়িয়ে দিয়েছেন মার্কাস স্টইনিস। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে এই হার একদমই সহ্য হচ্ছে না রুতুরাজ গায়কোয়াড়ের। শিশিরের কারণে তার দলের বোলাররা নিজেদের মেলে ধরতে পারছিল না বলে জানান তিনি।

আগে ব্যাটিং করে রুতুরাজের ৬০ বলে অপরাজিত ১০৮ রানের সুবাদে ২১০ রান তোলে চেন্নাই। কিন্তু এতো বড় লক্ষ্যও ম্লান হয়ে যায় স্টইনিসের দুর্দান্ত সেঞ্চুরিতে। ১৩টি চার ও ছয়টি ছক্কায় ১২৪ রানে অপরাজিত থাকেন এই অজি অলরাউন্ডার।

স্বাভাবিকভাবেই চেন্নাইয়ের বোলাররা একেবারেই সুবিধা করতে পারেননি। মুস্তাফিজুর রহমান ৩.৩ ওভারে দেন ৫১ রান। শার্দুল ঠাকুর তিন ওভারে দেন ৪২ রান। মাথিশা পাথিরানা চার ওভারে ৩৫ এবং তুষার দেশপান্ডে তিন ওভারে ৩৪ রান দেন। শিশিরে কারণে বল গ্রিপ করতে না পারায় দুই ওভারের বেশি করতেই পারেননি চেন্নাইয়ের দুই স্পিনার রবীন্দ্র জাদেজা এবং মঈন আলী।

ম্যাচ শেষে রুতুরাজ বলেন, ‘শিশির একটি ভূমিকা পালন করেছে। আমি মনে করি, সেখানে অনেক বেশি শিশির ছিল এবং আমাদের স্পিনারদের ম্যাচের বাইরে নিয়ে গেছে। শিশির না থাকলে আমরা খেলার মাঝের দিকটি নিয়ন্ত্রণ করতে পারতাম এবং খেলাটিকে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে পারতাম। এটা ক্রিকেটের অংশ। আপনি সত্যিই অ-নিয়ন্ত্রিত কোনোকিছুকে পরিবর্তন করতে পারবেন না। টুর্নামেন্টে এখনো অনেক পথ বাকি রয়েছে।’

দুর্দান্ত সেঞ্চুরি করা স্টইনিসকে কৃতিত্ব দিতে ভুল করেননি রুতুরাজ। চেন্নাই অধিনায়কের মতে, ১৩-১৪ ওভার পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণে থাকলেও তারপর স্টইনিসের কল্যাণে ম্যাচটি বের করে নিয়ে যায় লক্ষ্ণৌ।

‘এই হার গিলতে পারাটা কঠিন। কিন্তু ক্রিকেটের ভালো একটি ম্যাচ ছিল। লক্ষ্ণৌ শেষ দিকে সত্যিই ভালো খেলেছে। ১৩-১৪তম ওভার পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণ ছিল। কিন্তু এরপর স্টইনিস ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সে দুর্দান্ত খেলেছে।’