আইপিএল

চিড় ধরা পড়েছে মায়াঙ্কের, প্লে অফে খেলা নিয়ে শঙ্কা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:54 রবিবার, 05 মে, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে গতির ঝড় তুলে আলোচনায় এসেছেন মায়াঙ্ক যাদব। নিয়মিত ১৫০ কিলোমিটার গতিতে বল করে ব্যাটারদের নাভিশ্বাস তুলেছেন তিনি। ৪ ম্যাচেই শিকার করেছেন ৭ উইকেট।

পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন এই পেসার। পরের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১৪ রান দিয়ে ৩ উইকেট শিকার করে তিনি। দুই ম্যাচেই হয়েছিলেন ম্যাচসেরা। এমন পারফরম্যান্সের পর লক্ষ্ণৌ সুপার জায়ান্টস দলের অপরিহার্য অংশ হয়ে গিয়েছিলেন তিনি।

যদিও গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলতে নেমে তলপেটে ব্যথা অনুভব করেন তিনি। সেই ব্যথা যেন সারছেই না। এরপর টানা পাঁচটি ম্যাচে খেলতে পারেননি মায়াঙ্ক। এ কারণে বিপাকে পড়তে হয়েছে লক্ষ্ণৌ দলকে। যদিও এই পেসার যেন টুর্নামেন্ট থেকে ছিটকে না যায় সেই আশাতেই আছে ফ্র্যাঞ্চাইজিটি।

এ প্রসঙ্গে লক্ষ্ণৌ দলের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেছেন, 'না (পুরোপুরি ছিটকে যায়নি)। আমরা প্রার্থনা করব, সে যেন প্লে অফে খেলতে পারে। তবে আমি একজন বাস্তববাদীও। টুর্নামেন্টের শেষ দিকে ফিরে আসা সম্ভবত তার জন্য কঠিন হবে।'

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচে মাঠে ফিরেছিলেন মায়াঙ্ক। তবে নিজের কোটার ওভার পূরণ করতে পারেননি তিনি। চতুর্থ ওভারের মাত্র একটি বল করে মাঠ ছাড়তে হয় তাকে। এরপরই স্ক্যান করানো হয়েছিল। চোটের জায়গায় চিড় ধরা পড়েছে।

এ কারণেই মায়াঙ্ককে নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন লক্ষ্ণৌ দলের কোচ। এই কথা নিশ্চিত করে ল্যাঙ্গার বলেছেন, 'তার স্ক্যান করা হয়েছে। যে জায়গায় গতবার চিড় ধরা পড়েছিল, সেখানেই সামান্য চিড় পাওয়া গেছে। এটা খুবই দুর্ভাগ্যজনক।'