আইপিএল

চোটে পড়ে আইপিএল ছাড়লেন পাথিরানা, ফিরলেন শ্রীলঙ্কায়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:14 রবিবার, 05 মে, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

বিসিবির দেয়া অনাপত্তি পত্রের (এনওসি) মেয়াদ শেষ হওয়ায় কদিন আগে আইপিএল শেষ করে বাংলাদেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসারের বিদায় নেয়ার সঙ্গে চেন্নাই সুপার কিংসকে দুর্ভাবনায় রেখেছে দীপক চাহারের চোট। এমন সময় হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে শ্রীলঙ্কায় ফিরে গেলেন মাথিশা পাথিরানা। এক বিবৃতিতে নিশ্চিত করেছে চেন্নাই।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাওয়া নিয়েই আইপিএল খেলতে ভারতে গিয়েছিলেন পাথিরানা। যার ফলে চেন্নাইয়ের হয়ে প্রথম দুই ম্যাচে খেলতে দেখা যায়নি ডানহাতি এই পেসারকে। চোট কাটিয়ে ফেরার পর বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে ৬ ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ৭.৬৮ ইকনোমি রেটে ১৩ উইকেট নিয়েছেন পাথিরানা।

চোটের কারণে ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলতে পারেননি লঙ্কান এই পেসার। গুঞ্জন ছিল ধর্মশালায় পাঞ্জাবের সঙ্গে ম্যাচে দেখা যেতে পারে তাকে। এদিনও একাদশে ছিলেন না পাথিরানা। ম্যাচ শুরুর কিছুক্ষণ পর চেন্নাইয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয় হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে শ্রীলঙ্কায় ফিরে গেছেন তিনি।

শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) মেডিকেল বিভাগের অধীনে পুনবার্সন প্রক্রিয়া চলবে। চোট কাটিয়ে উঠতে পারলে আবারও আইপিএলে ফিরতে পারেন কিনা তা এখনও জানা যায়নি। পাথিরানার ফেরা নিয়ে চেন্নাইয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘চেন্নাই সুপার কিংসের পেসার মাথিশা পাথিরানা হ্যামস্ট্রিংয়ের চোট ভুগছেন এবং সেরে ওঠার জন্য শ্রীলঙ্কায় ফিরে যাবে।’

এদিকে সবশেষ কয়েক বছর ধরেই চোটের সঙ্গে লড়াই করছেন চাহার। আইপিএলের কয়েক মৌসুমে পুরো আসরে খেলতে পারেননি ডানহাতি এই পেসার। এবারের আসরেও শুরুর দিকে বেশ কয়েকটি ম্যাচ মিস করেছেন তিনি। পাঞ্জাবের বিপক্ষে পাওয়া চোট এবার ছিটকে দিতে পারে পুরো আইপিএল থেকেই।

চেন্নাইয়ের ৭ উইকেটে হারা ম্যাচে ইনিংসের প্রথম ওভারে চাহারের হাতে বল তুলে দেন রুতুরাজ গায়কোয়াড়। দুই বল করার পরই চোটে পড়েন তিনি। যার ফলে তখনই মাঠ ছাড়তে হয় চাহার। ডানহাতি এই পেসার উঠে যাওয়ায় ওভারটি শেষ করেন শার্দুল ঠাকুর। ম্যাচ শেষে প্রধান কোচ স্টিভেন ফ্লেমিং চাহারকে নিয়ে দুর্ভাবনার কথা জানিয়েছিলেন।

ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথ অবশ্য এখনও ছিটকে যাওয়ার কথা বলছেন না। বিশ্বনাথ বলেন, ‘দীপকের ইনজুরিটা সুবিধাজনক না। আমি এটা বলবো না যে সে পুরো সিজন থেকে ছিটকে গেছে কিন্তু তাকে নিয়ে সন্দেহ আছে।’ পাঞ্জাবের বিপক্ষে খেলা ম্যাচে দলের সঙ্গে ধর্মশালায় যাননি চাহার।