পাকিস্তান ক্রিকেট

পাকিস্তানের নির্বাচক প্যানেলে কোচ, অধিনায়ক এবং ডাটা অ্যানালিষ্ট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:26 রবিবার, 24 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের আগে নির্বাচক কমিটি পুনর্গঠন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগের প্যানেল থেকে নতুন নির্বাচক কমিটিতে রাখা হয়েছে শুধুমাত্র ওয়াহাব রিয়াজকে। সাত সদস্যের প্যানেলে নতুন করে যুক্ত করা হয়েছে সাবেক ক্রিকেটার আব্দুল রাজ্জাক, মোহাম্মদ ইউসুফ এবং আসাদ শফিককে।

নির্বাচক প্যানেলের বাকি তিনজন হলেন, পাকিস্তান জাতীয় দলের কোচ, অধিনায়ক এবং ডাটা অ্যানালিষ্ট। তবে সাত সদস্যের নির্বাচক প্যানেলে নেই প্রধান নির্বাচক। যার ফলে প্যানেলে থাকা সবাই সমান ক্ষমতার অধিকারী। এক বিবৃতিতে নতুন নির্বাচক প্যানেলের ঘোষণা দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

এ নিয়ে পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, ‘আমরা নির্বাচক কমিটি পুনর্গঠন করেছি। এটি (নির্বাচন কমিটি) সাত সদস্যের সমন্বয়ে গঠিত হবে। তবে এবারের পার্থক্য হলো, নির্বাচক কমিটির কোনো চেয়ারম্যান থাকবে না, প্রতিটি সদস্যেরই একই ক্ষমতা থাকবে।’

‘সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে হবে। দুই থেকে তিনজন সমন্বয়কারীও থাকবেন, যদিও তাদের কোনো ভোট দেওয়ার কর্তৃত্ব থাকবে না। এই কমিটি (নির্বাচক) এখন থেকে প্রতিটি একক সিদ্ধান্ত নেবে। ... আমি নিশ্চিত যে তারা ভালো কিছুই করবে।’

আগের নির্বাচক কমিটিতে থাকা তৌসিফ আহমেদ, ওয়াজাহাতুল্লাহ ওয়াস্তি, ওয়াসিম হায়দার, কামরান আকমল ও রাও ইফতিখার বাদ পড়েছেন। পরামর্শক সদস্য এবং ব্যবস্থাপক হিসেবে কাজ করা হাসান মুজাফ্ফর চিমাকেও রাখা হয়নি নতুন প্যানেলে। এদিকে লম্বা সময় ধরে কোচের অভাবে ভুগছে পাকিস্তান।

সবশেষ বিশ্বকাপে ভালো করতে না পারায় মিকি আর্থার, গ্র্যান্ট ব্র্যাডবার্নদের দায়িত্ব থেকে সরিয়ে দেয় দেশটির ক্রিকেট বোর্ড। তাদের সরিয়ে দেয়ার পর পাকিস্তানের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছিলেন মোহাম্মদ হাফিজ। যদিও অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরের পর তাকেও সরিয়ে দেয় পিসিবি। হাফিজকে সরিয়ে দেয়ার পর থেকে ফাঁকা রয়েছে প্রধান কোচের পদ।

বাবর আজম, শাহীন শাহ আফ্রিদিদের কোচ হিসেবে শেন ওয়াটসনকে নিয়োগ দিতে চেয়েছিল পিসিবি। বছরে ২২ কোটি টাকা প্রস্তাব করলেও ব্যস্ততার কারণে রাজি হননি অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার। এদিকে কদিন পরই কিউইদের বিপক্ষে খেলতে নামবে পাকিস্তান। পিসিবির চেয়ারম্যান নিশ্চিত করেছেন, আগামী ৪-৫ দিনের মাঝেই চূড়ান্ত করা হবে প্রধান কোচ।