ভারতীয় ক্রিকেট

জোর করে বাদ দেয়া হয়েছিল, অতীত সামনে আনলেন পাঠান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:12 রবিবার, 28 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

২০০৭ বিশ্বকাপের আগে হুট করেই চোটের অজুহাত দেখিয়ে বাদ দেয়া হয়েছিল ইরফান পাঠানকে। এই বিষয়টি এতদিন সবার অগোচরেই ছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতীয় দল থেকে বাদ পড়ার বিষয়টি সামনে এনেছেন ইরফান।

এ কারণে তৎকালীন নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্তকে দায়ী করেছেন সাবেক এই ভারতীয় অলরাউন্ডার। তবে সেই সময়ের ঘটনায় এখন আর কোনো আক্ষেপ করেন না বলে জানালেন তিনি। সেই সময় মানসিকতা ভিন্নরকম ছিল বলে জানালেন তিনি।

এ প্রসঙ্গে পাঠান বলেছেন, 'শ্রীকান্ত স্যার নির্বাচক থাকার সময়ে আমি ভারতীয় দলে ছিলাম। চোট পাওয়ার পরেই দল থেকে ছিটকে যাই। আর কোনও দিন সুযোগ পাইনি। এটাই সত্যি। আমার এখন কোনও আক্ষেপ নেই। তখন মানসিকতা অন্য রকম ছিল।'

তিনি এরপর ঋদ্ধিমান সাহার উদাহরণ টেনেছেন। ২০২০ সাল থেকে প্রায় এক বছরের জন্য চোটের কারণেই ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। এরপর ফিরেই জাতীয় দলে সুযোগ পেলেন। আগে এমনটা ছিল না বলে জানিয়েছেন পাঠান।

তিনি বলেন, '২০২০ সালের কথাই ধরুন। চোট পাওয়ার পর প্রায় এক বছর দলের বাইরে ছিল ঋদ্ধিমান সাহা। ফিট হওয়ার পর দলে সুযোগ পেয়ে গেল। এক বছর কম সময় নয়। কিন্তু ভারতীয় দল এটা মাথায় রেখেছিল যে অতীতে দলের জন্য ও কী করেছে। সেটাকে কখনও ছোট করে দেখেনি।'

কদিন পরেই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ভারতের বিশ্বকাপ দলে কারা কারা সুযোগ পাবেন তা নিয়েই চলছে জল্পনা কল্পনা। পাঠান মনে করেন আইপিএলের পারফরম্যান্স দিয়েই দল নির্বাচন করা ঠিক হবে না। ক্রিকেটারদের অতীত পারফরম্যান্সকেও গুরুত্ব দেয়া উচিত।

পাঠান বলেন, 'নির্বাচক কমিটিতে যেই বসে থাকুক। মনে রাখবে হবে সে ভারতীয় দলের জন্য অতীতে কেমন খেলেছে। আইপিএলের কথা শুধু ভাবলে চলবে না। ইদানীং আইপিএলে ভাল খেললে জাতীয় দলে সুযোগ পাওয়ার  একটা প্রবণতা দেখা দিয়েছে। এটা ঠিক নয়।'