বাংলাদেশ - ভারত সিরিজ

জ্যোতির হাফ সেঞ্চুরির পরও ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:47 রবিবার, 28 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

হতশ্রী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরো সিরিজে ভুগেছে বাংলাদেশ। ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি কোথাও নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। মুর্শিদা খাতুনদের ব্যাটিং ব্যর্থতা দেখা গেল ভারতের বিপক্ষেও। ১৪৬ রান তাড়ায় নিগার সুলতানা জ্যোতি বাদে বাকি সবাই ছিলেন আসা-যাওয়ার মিছিলে। ব্যাটারদের ব্যর্থতার দিনে ৫১ রানের ইনিংস খেলেও বাংলাদেশকে জেতাতে পারেননি জ্যোতি। প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৪৪ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত।

সিলেটে জয়ের জন্য ১৪৬ রান তাড়ায় রেনুকা সিংয়ের লেগ স্টাম্পে করা ডেলিভারিতে ফ্লিক করে চার মেরে ভালো শুরুর আভাস দিলেন দিলারা আক্তার দোলা। তবে বাংলাদেশের এই ওপেনারকে ইনিংস বড় করতে দেননি রেনুকা। ডানহাতি এই পেসারের পরের বলেই ফিরছেন লেগ বিফোর উইকেট হয়ে। রেনুকার অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা ডেলিভারিতে বলের লাইন মিস করে সাজঘরে ফিরেছেন ৪ রানে।

তিনে নেমে সুবিধা করতে পারেননি সোবহানা মোস্তারি। লম্বা সময় ধরে অফ ফর্মে থাকা সোবহানাকেও ফিরিয়েছেন রেনুকা। ডানহাতি এই পেসারের ইনসুইং ডেলিভারিতে আড়াআড়িভাবে খেলতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন ৬ রান করা এই ব্যাটার। আরেক ওপেনার ‍মুর্শিদা খাতুনও ফিরেছেন পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই। দীপ্তি শর্মার গুড লেংথ ডেলিভারিতে লেগ বিফোর উইকেট হয়েছেন ১৩ রান করা মুর্শিদা।

পাওয়ার প্লে শেষ হওয়ার পরের ওভারে ফিরেছেন ফাহিমা খাতুনও। পূজা ভাস্তকারের বলে ব্যাকফুটে খেলতে গিয়ে লেগ বিফোর উইকেট হয়েছেন ১ রান করা এই ব্যাটার। স্বর্ণা আক্তার খানিকটা সঙ্গ দেয়ার চেষ্টা করলেও সেটা কাজে আসেনি। ১১ রান করা স্বর্ণাকে ফিরিয়েছেন রাধা যাদব। বাঁহাতি এই স্পিনারের বলে ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে মারতে গিয়ে সাজানা সাজিভানের হাতে ক্যাচ দিয়েছেন।

আরেক ব্যাটার রাবেয়াকে ২ রানের বেশি করতে দেননি পেসার রেনুকা। এদিকে বাংলাদেশের ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রেখে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন জ্যোতি। শ্রেয়াঙ্কা পাটিলের বলে স্ট্রেইট ড্রাইভ শটে দুই রান নিয়ে ৪৫ বলে পঞ্চাশ ছুঁয়েছেন বাংলাদেশের অধিনায়ক। তবে শেষ ওভারে যখন জয়ের জন্য ৪৭ রান প্রয়োজন তখন জ্যোতি বোল্ড হয়েছেন ৫১ রানে। শেষ পর্যন্ত ১০১ রানে থেমে হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারেই স্মৃতি মান্ধানার উইকেট হারায় ভারত। ৯ বলে ৯ রান করে ফারিহা তৃষ্ণার বোল্ড হন তিনি। তারপর ৪৩ রানের জুটি গড়েন শেফালি ভার্মা এবং স্বস্তিকা ভাটিয়া। এই জুটি ভাঙেন রাবেয়া । ২২ বলে ৩১ রান করা শেফালিকে প্যাভিলিয়নে ফেরান তিনি। এক্সট্রা কাভারে ক্যাচটি নেন মুর্শিদা।

তারপর ৪৫ রানের জুটি গড়েন হারমানপ্রীত কৌর এবং ভাটিয়া। ২২ বলে ৩০ রান করা ভারতের অধিনায়ককে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে এই জুটি ভাঙেন ফাহিমা। পরের ওভারে স্বস্তিকাকে ফেরান রাবেয়া। পয়েন্টে মুর্শিদাকে ক্যাচ দেয়ার আগে স্বস্তিকা খেলেন ২৯ বলে ৩৬ রানের ইনিংস। শেষদিকে মারুফা আক্তারের দারুণ বোলিংয়ে খুব বেশিদূর যেতে পারেনি ভারতের মেয়েরা।

১৭ বলে ২৩ রান করা রিচা ঘোষ এবং ৮ বলে ৪ রান করা পূজাকে থামিয়ে দেন এই পেসার। ২০ ওভারে সাত উইকেটে ১৪৫ রানে থামে ভারতের মেয়েরা। বাংলাদেশের মেয়েদের মধ্যে ২৩ রান খরচায় তিন উইকেট নেন রাবেয়া। ১৩ রান খরচায় দুই উইকেট নেন মারুফা। একটি করে উইকেট যায় ফারিহা ও ফাহিমার ঝুলিতে।