আইসিসির মাসসেরার লড়াইয়ে গিল-স্টোকস

ফাইল ছবি
ইংল্যান্ড সফরে ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দিয়েছেন শুভমান গিল। ভারতের টেস্ট অধিনায়ক জিতেছেন সিরিজসেরার পুরস্কারও। দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সে আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটারের জন্য মনোনয়ন পেয়েছেন গিল। ডানহাতি ব্যাটারের সঙ্গে মাসসেরার লড়াইয়ে আছেন বেন স্টোকস ও উইয়ান মুল্ডার।

promotional_ad

জুলাই মাসে খেলা তিন টেস্টে ৯৪.৫০ গড়ে ৫৬৭ রান করেছেন গিল। এজবাস্টনে ভারতের টেস্ট জয়ে বড় অবদান রেখেছিলেন ডানহাতি এই ব্যাটার। যেখানে প্রথম ইনিংসে ২৬৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে করেছেন ১৬১ রান। সবমিলিয়ে দুই ইনিংসে ৪৩০ রান করেছিলেন তিনি। দুই ইনিংসে গিলের চেয়ে বেশি রানের কীর্তি আছে কেবল গ্রাহাম গুচ (৪৫৬ রান)। ম্যানচেস্টার টেস্টেও সেঞ্চুরি আছে তাঁর।


আরো পড়ুন

গিলের ‘ব্যবহৃত’ জার্সির দাম ৭ লাখ টাকা

৯ আগস্ট ২৫
সেঞ্চুরির পর শুভমান গিল, ফাইল ফটো

বিরাট কোহলির মতো ব্যাটার না থাকার পরও চারে ভারতকে স্বস্তি এনে দিয়েছেন গিল। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে ব্যাটে-বলে ছন্দে ছিলেন স্টোকসও। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক ৫০.২০ গড়ে ২৫১ রান ও বল হাতে ২৬.৩৩ গড়ে নিয়েছেন ১২ উইকেট। লর্ডস ও ম্যানচেস্টার টেস্টে ব্যাটে-বলে পারফর্ম করে ম্যাচসেরা হয়েছেন তারকা এই অলরাউন্ডার। চতুর্থ টেস্টে ৭২ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।


promotional_ad

পরবর্তীতে প্রথম ইনিংসে কাউন্টার অ্যাটাকে খেলেছেন ১৪১ রানের ইনিংস। স্টোকসের ওমন ব্যাটিংয়ে ৬৬৯ রানের ইনিংস পুঁজি পায় ইংলিশরা। পুরো সিরিজ জুড়েই নেতৃত্ব গুণে সবাইকে মুগ্ধ করেছেন স্টোকস। জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটে-বলে পারফর্ম করে আলোচনায় ছিলেন মুল্ডার। দুই টেস্টেও পারফর্ম করেছেন তিনি।


আরো পড়ুন

‘স্টোকস থাকলে ওভালে জিততো ইংল্যান্ড’

৫ আগস্ট ২৫
ফাইল ছবি

দুই টেস্টের সিরিজে ২৬৫.৫০ গড়ে ৫৩১ রান করেছেন সাউথ আফ্রিকার এই অলরাউন্ডার। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৪৭ রান করেছিলেন তিনি। দ্বিতীয় টেস্টে খেলেছিলেন ৩৬৭ রানের ইনিংস। ব্রায়ান লারার ব্যক্তিগত ৪০০ রানের রেকর্ড ভাঙার সুযোগ থাকলেও সেটা নেননি মুল্ডার। ইনিংস ঘোষণা করার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি জানান, লারাকে সম্মান জানাতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।


যদিও সাউথ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক এখন মুল্ডার। এ ছাড়া ১৫.২৮ গড়ে ৭ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। যেখানে প্রথম টেস্টে চার উইকেট নিয়েছেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজসেরার পুরস্কার পেয়েছেন মুল্ডার। মেয়েদের ক্রিকেটে সোফিয়া ডাঙ্কলি, সোফি একলেস্টন ও গ্যাবি লুইস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball