আইসিসির মাসসেরার লড়াইয়ে গিল-স্টোকস

ছবি: ফাইল ছবি

জুলাই মাসে খেলা তিন টেস্টে ৯৪.৫০ গড়ে ৫৬৭ রান করেছেন গিল। এজবাস্টনে ভারতের টেস্ট জয়ে বড় অবদান রেখেছিলেন ডানহাতি এই ব্যাটার। যেখানে প্রথম ইনিংসে ২৬৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে করেছেন ১৬১ রান। সবমিলিয়ে দুই ইনিংসে ৪৩০ রান করেছিলেন তিনি। দুই ইনিংসে গিলের চেয়ে বেশি রানের কীর্তি আছে কেবল গ্রাহাম গুচ (৪৫৬ রান)। ম্যানচেস্টার টেস্টেও সেঞ্চুরি আছে তাঁর।
গিলের ‘ব্যবহৃত’ জার্সির দাম ৭ লাখ টাকা
৯ আগস্ট ২৫
বিরাট কোহলির মতো ব্যাটার না থাকার পরও চারে ভারতকে স্বস্তি এনে দিয়েছেন গিল। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে ব্যাটে-বলে ছন্দে ছিলেন স্টোকসও। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক ৫০.২০ গড়ে ২৫১ রান ও বল হাতে ২৬.৩৩ গড়ে নিয়েছেন ১২ উইকেট। লর্ডস ও ম্যানচেস্টার টেস্টে ব্যাটে-বলে পারফর্ম করে ম্যাচসেরা হয়েছেন তারকা এই অলরাউন্ডার। চতুর্থ টেস্টে ৭২ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

পরবর্তীতে প্রথম ইনিংসে কাউন্টার অ্যাটাকে খেলেছেন ১৪১ রানের ইনিংস। স্টোকসের ওমন ব্যাটিংয়ে ৬৬৯ রানের ইনিংস পুঁজি পায় ইংলিশরা। পুরো সিরিজ জুড়েই নেতৃত্ব গুণে সবাইকে মুগ্ধ করেছেন স্টোকস। জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটে-বলে পারফর্ম করে আলোচনায় ছিলেন মুল্ডার। দুই টেস্টেও পারফর্ম করেছেন তিনি।
‘স্টোকস থাকলে ওভালে জিততো ইংল্যান্ড’
৫ আগস্ট ২৫
দুই টেস্টের সিরিজে ২৬৫.৫০ গড়ে ৫৩১ রান করেছেন সাউথ আফ্রিকার এই অলরাউন্ডার। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৪৭ রান করেছিলেন তিনি। দ্বিতীয় টেস্টে খেলেছিলেন ৩৬৭ রানের ইনিংস। ব্রায়ান লারার ব্যক্তিগত ৪০০ রানের রেকর্ড ভাঙার সুযোগ থাকলেও সেটা নেননি মুল্ডার। ইনিংস ঘোষণা করার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি জানান, লারাকে সম্মান জানাতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
যদিও সাউথ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক এখন মুল্ডার। এ ছাড়া ১৫.২৮ গড়ে ৭ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। যেখানে প্রথম টেস্টে চার উইকেট নিয়েছেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজসেরার পুরস্কার পেয়েছেন মুল্ডার। মেয়েদের ক্রিকেটে সোফিয়া ডাঙ্কলি, সোফি একলেস্টন ও গ্যাবি লুইস।